উজ্জীবিত বাংলাদেশ:- ফতুল্লায় নির্মান কাজ বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কমল চৌধুরী ওরফে (মাউকা কমল) বিরুদ্ধে। ২৭ জানুয়ারী রবিবার লাকি বেগম ফতুল্লা মডেল থানার এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে। এর আগে গত ২১ নভেম্বর নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগে কমল চৌধরীরর বিরুদ্ধে জিডি দায়ের করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান তদন্ত করতে গেলে কমল চৌধুরী পালিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকায় পিতার ওয়ারিশ সূত্রে ৬ বোন ফতুল্লা মৌজার এসএ দাগ নং-৪৮ এবং আর.এস ১০৪ নং দাগের মোট ৩০২ (তিনশত দুই) অযুতাংশ সম্পওির মালিক হইয়া উক্ত দোকান ঘর নির্মান কাজ করিয়া আসিতাছে। বিবাদী কমল চৌধুরীসহ অজ্ঞাত নামা ৪/৫ জন কাজে বাধা প্রধান করে আসছে। উক্ত বিষয়ে ইতিপূবে ২১ নভেম্বর ২০১৮ ইং একটি জিডি দায়ের করেছিল। তা ছাড়া উক্ত বিষয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুফৎর রহমান স্বপন ও এলাকার মুরব্বিদের কাছে নালিশ করিলে তারা লিখিত ভাবে উক্ত জমিতে নির্মান কাজ করিতে ও স্বীকৃতি দেয়। তারা কোন কিছুর কর্নপাত না করে ২৭ জানুয়ারী রবিবার বিকাল সাড়ে ৪ টায় ৬ বোনের উক্ত জমিতে নির্মান কাজ করা অবস্থায় উক্ত বিবাদীসহ ৪/৫ জন সন্ত্রাসী লোকসহ আস্ত্র,শস্ত্র নিয়ে জোড় পূর্বক নির্মান কাজ বন্ধ করে দেয়। পাশেই আমাদের মালিকানা ভাড়া দেওয়া দোকানে হামলা করে মালামাল ভাঙ্গিয়া ফেলে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি করে।