নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবির ছোট ছেলে রোবায়েত ইশফাক প্রিতমকে (২০) আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। যদিও পরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, বিষয়টি নিশ্চিত করেননি তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় রবির বাড়িতে অভিযানে যায় গোয়েন্দা ও থানা পুলিশ। এ সময় তার ছেলে প্রিয়তমকে আটক করা হয়।
প্রিতম নারায়ণগঞ্জ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র৷