নারায়ণগঞ্জের বন্দরে রাজু ওরফে চুইল্লা রাজু এক আতঙ্কের নাম। নানা অপকর্মে বারবার তার নাম এলেও অনেকটাই অধরা এই রাজু। হত্যা চাঁদাবাজিসহ প্রায় ১০ মামলার আসামি রাজু নতুন করে আলোচনায় মেরাজুল ইসলাম খুনের ঘটনায়।
রাজু কতটা নৃশংস তার বর্ণনা দিয়েছেন সেদিনের হামলায় আহত আলামিন। একই সাথে মামলার বাদী মেরাজের মা মামলায় উল্লেখ করেছেন রাজুর সেদিনের নৃশংসতার কথা। তিনি জানান, আকিব হাসান রাজু হাতে থাকা চাইনিজ কুড়াল দ্বারা তার ছেলেকে হত্যার উদ্দেশে হাতে পায়ে ও মাথায় এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করার জন্য মেরাজুলের পেটে কোপ দিয়ে নাড়ি-ভুড়ি বের করে ফেলে রাজু।
জানা গেছে অল্প বয়সী তরুণদের নিয়ে রাজু গড়ে তুলেছে তার সন্ত্রাসী বাহিনী। মাদক, চাঁদাবাজি, জমি দখল, বালু ব্যবসায় এই বাহিনীকে ব্যবহার করে সে। পারিবারিক নাম আকিব হাসান রাজু হলেও বন্দরের লোকজনের কাছে ‘চুইল্লা রাজু’ বলে অধিক পরিচিত এই সন্ত্রাসী।
এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দরের রাজু আহমেদ ওরফে স্ট্যান্ড রাজু বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে আলোচনায় আসে চুইল্লা রাজু। এই সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়। উভয়পক্ষের লোকজন পাল্টাপাল্টি দু’টি মামলা করে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আকিব হাসান রাজুর বাড়ি বন্দর ইউনিয়ন পরিষদের চিনারদী এলাকায়। তবে বন্দর ঘাট, মুখফলদি, বিবিজোড়া, চিনারদী, নূরপুর এলাকায় তার কয়েককটি একটি অফিস রয়েছে। এইসব অফিসে নিয়মিত সন্ত্রাসী বাহিনীর আনাগোনা চলে। স¤প্রতি সংঘর্ষের পর বন্দর ঘাটের অফিস পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবারও এই অফিসে সন্ত্রাসীদের উপস্থিতি দেখা যায়।
স্থানীয় লোকজন জানান, আকিব আহমেদ রাজুকে ‘চিনারদী রাজু’ বলেও চেনেন অনেকে। তবে বাহিনীর লোকজন ও প্রতিপক্ষের কাছে ‘চুইল্লা রাজু’ বলেই অধিক পরিচিত। দুর্ধর্ষ এই চুইল্লা রাজুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়। পুলিশ সদস্যকে লাঞ্চিত ও অস্ত্র ছিনতাইয়ের মামলারও আসামি এই রাজু। স্থানীয় নারী কাউন্সিলর শাওন অংকনের ভাইকে মারধর ও চাঁদা দাবির অভিযোগও তার বিরুদ্ধে। এলাকায় নতুন কেউ জমি কিংবা বাড়ি করতে এলে চাঁদা দিতে হয় তার বাহিনীকে। তার দাপটে অসহায় এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীসহ পঞ্চায়েত প্রধানরা।
বন্দরের স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র বলছে, চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যুতায় সে সিদ্ধহস্ত। স্থানীয় কিশোর, তরুণদের মাদকে অভ্যস্ত করে নিজের বাহিনীতে যুক্ত করে নেয় সে। প্রতিপক্ষের সাথে কোন দ্বন্দ্ব হলেই অস্ত্র ও বাহিনী নিয়ে হামলা করেন এই রাজু। তবে সে প্রতিবার রাজনৈতিক শেল্টার থাকায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়। এর আগে সংঘর্ষের ঘটনায় মামলার আসামি হলেও সে ছিল অধরা। বারবার অপরাধ করে পার পাওয়া রাজু এখন তাই মূর্তিমান আতঙ্ক।
বন্দরের দুর্ধর্ষ এই সন্ত্রাসীর গ্রেপ্তারের দাবি করেছেন বন্দরবাসী। তাদের দাবি এখনই তাকে থামানো না গেলেও বন্দরে আরও লাশ পড়বে তার বাহিনীর হাতে।