মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক আজ ১০ এপ্রিল রাত অনুমান সাড়ে ৩ ঘটিকায় ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-জেলার শ্রীমঙ্গল থানার গাজীপুর (কালাপুর) এলাকার বাসিন্দা মৃত কুতুব উল্লাহ এর ছেলে মোঃ মামুনুর রশিদ (২৪) ও একই থানার পূর্ব লামুয়া এলাকার বাসিন্দা মৃত রহমত মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২৩)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, হত্যা মামলা, সন্ত্রাসী, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যেকোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।