নারায়ণগঞ্জ সদর থানা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই উৎপাত বেড়ে গেছে কাশেম সম্রাট ও রানা বাহিনীর।
জেলা কৃষকলীগের সাবেক সহ সভাপতি একসময়ের দক্ষিণ অঞ্চলের ত্রাস হিসেবে পরিচিত গোগনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার দৌলত মেম্বার। যিনি একাধিক হত্যা চাঁদাবাজি ও মাদক মামলার আসামি ছিলেন। দৌলত মেম্বার হত্যাকান্ডকে পুঁজি করে কাশেম সম্রাট ও ফয়সাল এবং তাদের সহযোগী রানা আহমেদ তাদের প্রতিপক্ষকে এলাকা ছাড়া করে চাঁদাবাজি, মাদক, ব্যবসা সহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।
তাদের এ কাজকে সহজলব্য করার জন্য বেছে নিয়েছে কৃষক লীগ।স¤প্রতি জেলা কৃষকলীগের আহŸায়ক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন কাশেম সম্রাটকে সভাপতি ও রানা আহম্মেদ কে সাধারন সম্পাদক করে সদর থানা কৃষকলীগের কমিটির অনুমতি দেন।
আর এতে বেপরোয়া ওঠেন দুর্ধর্ষ সন্ত্রাসী খুনি ও চাঁদাবাজ কাশেম সম্রাট,তার ছোট ভাই ফয়সাল,সেকেন্ড ইন কমান্ড জলিল মিয়ার পুত্র রানা আহাম্মেদ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে নাসিম ওসমান সেতুর সামনে বিচ্ছু বাহিনীর প্রধান রুবেল আহমেদ মেম্বার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন দৌলত মেম্বার। পিতার হত্যাকান্ডকে পুঁজি করে হাত মিলান রুবেল মেম্বারের আত্মীয় জলিল মিয়ার পুত্র রানা আহমেদ এর সাথে। এক পর্যায়ে কাশেম সম্রাট ও রানা বাহিনীর হামলায় নির্মমভাবে আহত হন রুবেল মেম্বার এর বড় ভাই রবিন। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন রুবেলের বড় ভাই রবিন। প্রায় পাঁচ কোটি টাকা খরচ করেও এখনো শয্যাশায়ী রুবেল মেম্বার এর বড় ভাই রবিন। দৌলত মেম্বার হত্যার আসামি হয়ে রুবেল মেম্বার সহ তার সহযোগীরা প্রায়৯ মাস যাবত জেলখানায় বন্দি জীবন যাপন করছে। এই সুযোগে সৈয়দপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, জমিজমা কেনাবেচা, বাড়িঘর নির্মাণে চাঁদা দিতে হয় কাশেম সম্রাট ও রানা বাহিনীকে।
২০২২ সালের ২০শে জুন রাতে দৌলত মেম্বারে বড় ছেলে কাশেম সম্রাট ও রানা আহম্মেদের নেতৃত্বে সৈয়দপুরে লুৎফুর রহমানের মালিকানাধীন হাজী আহমদ আলী ডকইয়ার্ডে হামলা চালিয়ে হাবিবুর রহমান ও রবিন আহমেদ কে কুপিয়ে আহত করে। এই ঘটনায় দোলত মেম্বারের ছেলে কাশেমকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী লুৎফর রহমান।
নাম প্রকাশ না করে এলাকাবাসী জানান দোলত মেম্বার ছিলেন পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। পিতার প্রদাঙ্ক কে অনুসরণ করে সন্ত্রাসী ও চাঁদাবাজি জড়িয়ে পড়ে তার দুই সন্তান কাশেম সম্রাট ও ফয়সাল।
প্রভাব বিস্তার করায় লক্ষে কাশেম সম্রাট হাত করে নেন রুবেল মেম্বারের আত্মীয় রানা আহ্ম্মেদকে।
২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনসার আলী নিকট আত্মীয় জসিম উদ্দিনকে কাশেম সম্রাটরা হত্যা করে নিজস্ব অফিসে লাশ গুম করে রাখে। সাত দিন পরে পুলিশ জসীমউদ্দীনের গলিত লাশ উদ্ধার করে।দৌলত হোসেনকে হত্যা মামলার প্রধান আসামী
করা হয়েছিল।
সদর থানা কৃষকলীগের সভাপতি হওয়ার পর বিভিন্ন নেতাদের সাথে ছবি তোলে নিজেকে বড় মাপের নেতা ভাবতে শুরু করে কাশেম সম্রাট ও রানা আহমেদ। স্থানীয় সংসদ সদস্য এক এম শামীম ওসমানের তনয় অয়ন ওসমান বাহিনীর সদস্য হিসাবে কাজ করে কাশেম সম্রাট। গত কুরবানীর ঈদে কয়লাঘাট গরুর হাট পাওয়ার পর প্রথমেই কাশেম সম্রাট দেখা করে অয়ন সাথে।
অয়ন ওসমানের সার্বিক সহযোগিতায় বর্তমানে গোগনগরের শীর্ষ সন্ত্রাসী বনে গেছে কাশেম সম্রাট। এমনকি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলীকে পাত্তা না দিয়ে নিজেই গোগনগরে সর্বেসবা বনে গেছে।
কাশেম সম্রাট ও রানা তাদের সকল অপকর্ম পরিচালনা করে নাসিম ওসমান সেতু সংলগ্ন রানা আহমেদের নির্মাণাধীন জলিল সুপার মার্কেটের অফিস থেকে। বর্তমানে কাশেম সম্রাট ও রানা আহম্মেদ ভয়ে গোগনগরের মানুষ আতঙ্কিত হয়ে বসবাস করছে। এদেরকে এখনো যদি দমানো না যায় ভবিষ্যতে আরেক নূর হোসেন তৈরি হবে বলে মনে করেন সচেতন এলাকাবাসী।





















