ফতুল্লায় ৩ বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১৫ বছরের মাহমুদুল হাসান রোমেল। দ্রুত সময়ে ৩০ পারা কোরআন হিফজ করায় আনন্দিত রোমেলের পরিবার ও শিক্ষকরা।
মাহমুদুল হাসান রোমেল নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বৌবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মীর হোসেন মিরুর ছেলে। সে উপজেলার নূরবাগ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
জানা গেছে, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন
মিরুর বড় ছেলে।
সাড়ে ১০ বছর বয়সে স্থানীয় মাদরাসায় নুরানি শাখায় মো. মাহমুদুল হাসান রোমেলকে ভর্তি করান তিনি। বাবার স্বপ্ন ছিল রোমেল হাফেজ বানাবেন। নূরবাগ কুরআন মাদরাসায় ভর্তি হয়। তারপর ৩ মাস নাজরানা বিভাগে পড়ার পর কোরআন সবক নেয় মাহমুদুল হাসান রোমেল। এরপর ৩ বছরে পবিত্র কুরআন হিফজ (মুখস্থ) করে সে।
রোমেল বলে, আলহামদুলিল্লাহ! আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওস্তাদরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রথম ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন দ্বিনের দায়ী হতে পারি।
মাহমুদুল হাসান রোমেলের বাবা মীর হোসেন মিরু বলেন, কোরআনের হাফেজ হয়ে রোমেল আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমার ইচ্ছা ছিল রোমেলকে কোরআনে হাফেজ বানানো। সে আমার স্বপ্ন পূরণ করেছে। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমার ছেলেকে কবুল করে





















