নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ধানের চারার উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে ক্ষতির অভিযোগ উঠেছে কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের এক স্থানীয় সমন্বয়ক পরিচয় নাম দারির ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাহতা ইউনিয়নের সফর বাংলা গ্রামে।
ভুক্তভোগী কৃষক আক্কেল আলী জানান, অভিযুক্ত রুবাই ইচ্ছাকৃতভাবে তার ধান রোপণকৃত জমির উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন। চারপাশে খালি জমি থাকলেও তারা আমার লাগানো জমির উপর দিয়েই ট্রাক্টর চালিয়েছে। এটি একেবারে উদ্দেশ্যপ্রণোদিত। রুবাই আগে ছাত্রলীগের কর্মী ছিলেন, এখন নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে আমাকে হুমকি দেন বলেন জানান আক্কেল আলী।
অভিযুক্ত রুবাইয়ের পিতা এরশাদ মিয়া সাহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বিরুদ্ধেও সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে, যার তদন্ত ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সম্পন্ন করেছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে রুবাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জরুরি প্রয়োজনে ওই দিক দিয়ে ট্রাক্টর নেওয়া হয়েছিল। যিনি অভিযোগ করেছেন তিনি আমার দাদা হন।” চারার উপর দিয়ে ট্রাক্টর চালানোর প্রশ্নে তিনি জানান, “আমরা ধানের চারা তুলে নিয়েই ট্রাক্টর চালিয়েছি। তবে ভুক্তভোগীর কাছ থেকে পূর্বানুমতি নেওয়া হয়নি। পরে চারা লাগিয়ে দেব।”
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”