চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের আহŸায়ক, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহŸায়ক শাখার আহŸায়ক এস,এম, আসলাম ও নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ (২) ধারায় ডিটেনশনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। টিএইচ তোফার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ধারাসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ডিটেনশনের আদেশ পেলে তাদের জেল হাজতে পাঠানো হবে।
এদিকে বিএনপি নেতা আসলামকে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতী দিয়ে সিদ্ধিরগঞ্জের পদ্মা ও মেঘনা তেলের ডিপোর সামনের সড়কে ট্যাংঙ্কলরী রেখে অবরোধ শুরু করে ট্যাংঙ্কলরী শ্রমিক নেতারা। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে রাস্তা থেকে সরে যায় অবরোধকারীরা। পরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের তৎপরতায় দুপুর থেকে তেলবাহী ট্যাঙ্কলরী চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক নেতা সালাউদ্দিন বলেন, এসএম আসলামকে চায়ের দাওয়াত দিয়ে পুলিশ নিয়ে যায়। পরে তাকে আর ছাড়েনি। এর প্রতিবাদে আমরা কর্মবিরতী পালন করেছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা শাহ আলম মানিক, মনির হোসেন, কামাল হোসেন ও রুহুল আমিন বলেন, চাঁদাবাজির অভিযোগে এক নেতাকে পুলিশ আটক করায় শ্রমিক নেতারা কর্মবিরতী ও সড়ক অবরোধ করে। পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বোঝালে তারা চলে যায়। এতে থানা পুলিশও আমাদের সহযোগীতা করেন। পরে ট্যাংঙ্কলরী চলাচল স্বাভাবিক হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে এবং বর্তমানে তারা ডিবি হেফাজতে আছেন। এদিকে সকাল থেকে ট্যাঙ্কলরী শ্রমিকার এসএম আসলামের গ্রেপ্তারের প্রতিবাদে পদ্মা ও মেঘনা ডিপোতে কর্মবিরতী এবং সড়ক অবরোধের কারণে দুই ডিপো থেকে কিছু সময়ের জন্য জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা রাস্তা থেকে সরে যায়। পরে বিএনপি নেতা-কর্মীদের তৎপরতায় তেল সরবরাহ স্বাভাবিক হয়। ##