গোদনাইল মেঘনা-পদ্মা ডিপো ও সাতঘোড়া সিমেন্ট কারখানা সহ কোনো প্রতিষ্ঠানে চাঁদাবাজি চলবে না বলে হুশিয়ারি প্রদান করেছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন। তিনি বলেন, সম্পূর্ণভাবে চাঁদাবাজি রোধে প্রশাসন কে সাথে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ডিপো এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
রবিবার (১০ আগষ্ট) সকালে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে গোদনাইল মেঘনা ডিপো এলাকা পরিদর্শনকালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। মনির হোসেন বলেন, আসলাম ভাই কে গ্রেফতারকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিলো সেটি কাটিয়ে আমরা বর্তমানে ডিপোতে শান্তি প্রতিষ্ঠা করেছি। যাতে কোনো কুচক্রী মহল এই ডিপোকে নিয়ে কোনো অন্যায় কাজ করতে না পারে। মালিক পক্ষ শ্রমিক পক্ষ সকলের কাছে অনুরোধ থাকবে এখানে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে।
আপনাদের জন্য আমরা সবসময় পাশে আছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবো। কেউ যেনো চাঁদাবাজি করতে না পারে, আমাদের বদনাম যেনো না করতে পারে সেদিকে সবাই দৃষ্টি রাখবেন। ডিপো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে তেল সরবরাহ না হলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সমস্যা তৈরি হবে। পদ্মা-মেঘনা ডিপোর তেল দিয়ে ঢাকা বিমানবন্দর চলে যেহেতু স্পর্শকাতর একটি বিষয় সকলে নজরে রাখবেন যাতে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। দেশে বর্তমানে একটি অন্তবর্তী সরকার রয়েছে। তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে।
তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার গঠন হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, দেলোয়ার হোসেন, আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, যুবদল নেতা হানিফ গাজী ও রুহুল আমিন, স্বপন সহ প্রমুখ।