বুধবার নরসিংদী সদর থানার করিমপুর অঞ্চলে দেশজুড়ে অব্যাহত চাঁদাবাজী, মাদককারবারী, সন্ত্রাসী ও খুন-খারাবীর প্রতিবাদে এবং প্রত্যন্ত অঞ্চলেও শুরু হওয়া নব্য ব্লাকমেইলিং চাঁদাবাজদের মূল উৎপাটনের দাবিতে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে নরসিংদী সদর এর অন্যতম সমাজ সেবা মূলক সংগঠন
আল ইহসান ওলামা পরিষদ ও তরুণ কাফেলা ৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নরসিংদী জেলার সভাপতি, আল ইহসান এর প্রধান উপদেষ্টা, নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা শওকত হুসেন সরকার ৷
সভাপতিত্ব করেন, আল ইহসান ওলামা পরিষদ ও তরুণ কাফেলার কেন্দ্রীয় সভাপতি, স্বাধীন বাংলা মাদক বিরোধী জাতীয় কল্যাণ সোসাইটির যাত্রাবাড়ী থানার সভাপতি,উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদ যাত্রাবাড়ীর খতীব,হেফাজতে ইসলাম যাত্রাবাড়ী থানার সিনিয়র সহ সভাপতি,দারুল উলুম কুতুবখালীর প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী ৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের নেশাগ্রস্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ মানুষগুলোও আমাদের আত্মীয়স্বজন, পরিচিতজন ৷ তাদেরকে সুপথে নিয়ে আসার জন্য কাউন্সিলিং, ওয়াজ নসীহত, চেষ্টা চালিয়ে যেতে হবে ৷ তাছাড়া প্রশাসনতো আছেই ৷ প্রয়োজনে শক্ত হস্তে ঐক্যবদ্ধভাবে তাদেরকে দমন করতে হবে ৷ পাশাপাশী আমাদের সমাজের নেতৃত্ব অপরাধ মুক্ত মানুষের হাতে দিতে হবে ৷ সমাজকে ইসলামের আলোকে পরিচালনা করলে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব ৷
সভাপতির বক্তব্যে ছাকিবুল ইসলাম কাসেমী বলেন, সুশিক্ষা, সুস্থ সাংস্কৃতি ও দীনি আলোয় আলোকিত,সম্প্রীতি ও সৌহার্দ্যে ভরা ঐতিহ্যবাহী করিমপুর ইউনিয়নের সুন্দর পরিবেশ কে কোনো সন্ত্রাসী দুষ্কৃতকারীর দ্বারা ধ্বংস হতে দিবনা ৷ আমরা ঐক্যবদ্ধভাবে এসব নব্য সন্ত্রাস ও অপরাধ কে রুখে দিব ইনশাআল্লাহ ৷ মনে রাখতে হবে, অপরাধীর কোনো দল নেই ৷ তার একমাত্র পরিচয় সে অপরাধী ৷ দেশ জুড়ে অব্যাহত সন্ত্রাস ও খুন খারাবীকে বন্ধ করতে হলে ইসলামী স্কলার, আল্লাহভীরু মানুষের নেতৃত্বের কোনো বিকল্প নেই ৷
বিশেষ অতিথির বক্তব্যে আল ইহসানের কেন্দ্রীয় নেতা মাওলানা ফায়সাল কাজী বলেন, আমাদের একটি কমন ভুল হলো,আমরা সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য সন্ত্রাসীর হাতে নেতৃত্ব তুলে দেই ৷ মাদক মুক্ত করার জন্য মাদকাসক্তের কাছে ক্ষমতা হস্তান্তর করি ৷ চাঁদাবাজী মুক্ত করার জন্য চাঁদাবাজদেরকে নেতা বানাই ৷ এটি যেন আম গাছে কাঠাল আশা করার মত ৷ তাই সুযোগ্য,সৎ ও খোদাভীরু মানুষ কে সমাজের নেতৃত্বের জন্য নির্বাচন করলে সমাজ এই অপরাধের কালো আঁধার থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ ৷
এছাড়া সভায় আরো বক্তব্য দেন আল ইহসানের সিনিয়র সহ সভাপতি মুফতী আব্দুল কাদের, সাধারন সম্পাদক মাওলানা মোয়াজ্জম হুসেন, কেন্দ্রীয় দায়িত্বশীল হাফেজ মুহিব্বুল্লাহ, মাওলানা আবুল বাশার, মাওলানা হুসাইন, মুফতী গোলাম কিবরিয়া, করিমপুর ইউনিয়ন জামাতে ইসলাম এর সভাপতি মো. স্বজল, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা তাজুল ইসলাম, রুহুল আমীন ফরাজী ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আল ইহসান ওলামা পরিষদ ও তরুণ কাফেলার কেন্দ্রীয় নেতা মুফতী সেলিম মোল্লা ।
এলাকার সর্বস্তরের মানুষের ব্যপক উপস্থিতিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধ মুক্ত নরসিংদী সদর গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে মাগরিবের আগেই সমাপ্ত হয় ৷