নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২), সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬০) এবং সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।
তাঁতী লীগ নেতা লায়ন ইউসুফ মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগিনা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি। অপরজনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।