নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ও রক্তক্ষয়ীর ঘটনা ঘটতে পাড়ে বলে আশঙ্কা করছেন কুতুবপুরবাসী। তারা মাদক ব্যাবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, আওয়ামীলীগ সরকারের আমলে এ দুর্ধর্ষ সন্ত্রাসী আক্তার ওরফে কিলার আক্তার ও ইমরান রহমান মিথুন কে কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মিজান বিপুল পরিমান প্রায় আড়াই কোটি টাকার মাদক সহ গ্রেফতারের পর আদালত থেকে জামিনে এসে তাদের সাথে সখ্যতা তৈরি করে ফতুল্লা থানার পাগলা, জেলেপাড়া, আলীগঞ্জ, নূরবাগ, রসুলপুর, কুতুবপুরসহ জুরাইন, শ্যামপুর কাজীরগাও এলাকায় একক আধিপত্য বিস্তারের মাধ্যমে মাদকের বিশাল সম্রাজ্য গড়ে তুলে কোটি টাকা মালিক বনে গেছে। পরবর্তীতে তাদের দুজনের মধ্যে লোভ জন্মহয় একক ভাবে মাদকের আধিপত্য বিস্তার করতে নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব জরিয়ে পরে হয়ে যায়ে একে অপরের শত্রু।
আর একে অপরকে ঘায়েল করতে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ২০০ টাকা মাথাপিছু লোক ভাড়া করে সদর উপজেলা কুতুবপুরের পাগলা এলাকার মাদক ব্যবসায়ী কিলার আক্তারের পার্টনার অপর মাদক ব্যবসায়ী ইমরান রহমান মিথুন নিজের মাদক সিন্ডিকেট শক্ত অবস্থান রাখার লক্ষে আক্তারের ছবি যুক্ত ব্যানার ব্যবহার করে মাদক বিরোধী ঝাড়ু মিছিল ও মানববন্ধন করিয়েছেন তার অনুসারীরা।
এদিকে সন্ত্রাসী কিলার আক্তার ও মিথুনের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকার সচেতন মহল ফুসে উঠেছেন তাদের মাদক স্পট বন্ধসহ অনতি বিলম্বে কিলার আক্তার ,মিথুন ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ফতুল্লা সর্বস্তরে জনগণ।
এ বিষয়ে মিথুন বলে, আমি ঝাড়ু মিছিল করিয়েছি কিন্তু কাউকে কোন টাকার বিনিময়ে আনা হয়নি। আর আমার বিরুদ্ধে আক্তার সাংবাদিকদের মিথ্যে তথ্য দিচ্ছে আমি নাকি টাকা দিয়ে ঝাড়ু মিছিল করিয়েছি।