“মানব সৃষ্ট ব্যবস্থায় নারীদের প্রকৃত মর্যাদা অসম্ভব” হেজবুত তওহীদের নারায়ণগঞ্জ জেলা নারী বিভাগের উদ্যোগে ” তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকার ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ শে আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নারায়ণগঞ্জ জেলার নারী বিষয়ক সম্পাদক কিরণ ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তওহীদের যুগ্মসাধারণ সম্পাদক রুপায়দাহ পন্নি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “আরবের জাহিলি বা অন্ধকারযুগে নারীদের কোন অধিকার ছিল না, ছিলনা কোন সম্মান। ইসলাম এসে নারীদের সেই মর্যাদা ও সম্মান ফিরিয়ে দিয়েছে। কিন্তু আজ আবার মানবতৃষ্ট বিধান অনুসরণ করার ফলে নারীরা বিশ্বজুড়ে তাদের অধিকার , সম্মান এবং নিরাপত্তা হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নারীদের ইসলামের প্রকৃত শিক্ষা ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন মানবসৃষ্ট কোন ব্যবস্থা নারীর প্রকৃত সম্মান, নিরাপত্তা ,ও অধিকার নিশ্চিত করতে পারে না। একমাত্র তওহীদের ভিত্তিতে একটি আদর্শিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই নারীরা তাদের ন্যায্য মর্যাদা ফিরে পাবে।
যে আন্দোলনে হাজার হাজার নারী হেনস্থার শিকার হয়েছেন, জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন। আজ সেই নারীরাই তাদের রাজনৈতিক সহকর্মীর দ্বারা নিপীড়ন ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করছেন। এটিই প্রমাণ করে যে, মানুষের তৈরি কোন মতবাদ বা ব্যবস্থা নারীদের প্রকৃত স্বাধীনতা ও মর্যাদা দিতে চূড়ান্তভাবে ব্যর্থ এমনটাই বলেন তিনি।রুফায়দা পন্নী আরো বলেন, বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক পরিবর্তনে পুরুষের তুলনায় নারীরা এখনো অনেক পিছিয়ে আছে। ইসলামের প্রকৃত আদর্শ ও শিক্ষা দ্বারা অনুপ্রাণিত করা গেলে নারীরা সকল পশ্চাৎপদতা পেছনে ফেলে সমাজের অগ্রগতিতে বিস্ময়কর ভূমিকা রাখতে পারে।
হেজবুত তওহীদ দেশব্যাপী সেই লক্ষ্যেই সংগ্রাম করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহফুজ, নারী বিভাগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, নারায়ণগঞ্জ অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার দীপা, এবং নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোহাগ মীর।