নারায়ণগঞ্জ জেলা অটো রিক্সা,অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম মো: আনিসুর রহমান মোল্ল।ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ আগষ্ট বিকেলে ফতুল্লার দাপা মসজিদের সামনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো : তোফাজ্জল হোসেন তাপু।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও শ্রমিক নেতা মো : শহিদুল ইসলাম রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো : বাবুল আহমেদ, সহসভাপতি মো : আসাদুজ্জামান আসাদ, সহসম্পাদক এস এম মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: নিছার উদ্দিন মল্লিক প্রমুখ। নারায়ণগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো : নুরুজ্জামান গাজী বাবু ও শ্রমিক নেতা মো: নুর আলম এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সহসভাপতি এনামুল হক হাওলাদার, আন্ত: জিলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার দপ্তর সম্পাদক রুহুল আমিন মাষ্টার, শ্রমিক নেতা গোলাম মোস্তফা অরুন,ইদ্রিস আলী মিন্টু,জসিম উদ্দিন, আলমগীর মৃধা,মো: মহসিন, আরিফুর রহমান।
আলোচনা সভা শেষে মরহুম মো: আনিসুর রহমান মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও সবশেষে তোবারক বিতরণ করা হয়।