সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ইউনাইটেড নীটওয়্যার লিমিটেড গার্মেন্টের শ্রমিকরা।
শনিবার (৩০ আগস্ট) সকালে তাঁতখানা লেনের বউবাজার এলাকায় অবস্থিত কারখানার সামনে শত শত শ্রমিক অবস্থান নিয়ে ¯েøাগান দেন। প্রায় তিন শতাধিক শ্রমিক ও কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। তারা দ্রæত বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
এ সময় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সুপার সেলিম বাদশা বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। বর্তমানে গার্মেন্টটিতে কাজ বন্ধ রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।