নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল:- নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মামলা হলে অভিযুক্তদের দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।পরবর্তীতে আসামিদের উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সাজা হয়। তবে হাইকোর্টে জামিনে এসে নিজেদের অপরাধ ধামাচাপা দিতে ভুক্তভোগী পক্ষকে ফাঁসাতে আসামিরা বিভিন্ন মিথ্যা অপপ্রচারের নাটক সাজায় হামলাকারীরা।
ভুক্তভোগীদের চাপে ফেলতে অপপ্রচারে নাটক সাজানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসীউপজেলার সদর ইউনিয়নের বাবনী গ্রামে সম্প্রতি সময়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে,বাবনী গ্রামের কিতাব আলী পরিবারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বাবুল মিয়ার পরিবারের সাথে। কিতাব আলী দাবি দলিলকৃত পরিবারের দখলে থাকা জমিটি দখলের চেষ্টা করে যাচ্ছিল বাবুল ও তার স্বজনরা। জমিটিতে বরাবরের মতো চারপাশে সিমেন্টের পিলার বসিয়ে বাউন্ডারি দিয়ে এতে সবজি চাষের জন্য তৈরি করা হচ্ছিল। গেল বছরের জানুয়ারি ওই জমিতে গিয়ে পিলার ভেঙে ফেলে দিয়ে দখলে করে নেন বাবুল মিয়া, আওয়াল ও অন্যান্যরা। এতে বাধা দেন কিতাব আলী ছেলে ও ভাতিজারা। ক্ষিপ্ত হয়ে আওয়াল ও বাবুলসহ তাদের লোকজন রামদা দিয়ে কুপিয়ে কিতাব আলীর ছেলে উজ্জলের পা ভেঙে ফেলেন। উজ্জ্বলকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে হাড়ভাঙ্গা গুরুতর জখম করেন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার দিনই কিতাব আলী বাদী হয়ে প্রতিপক্ষের বাবুল আওয়াল সহ ৬/৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এ মামলায় আওয়াল সহ বেশ কয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিরা পলাতক থেকে জামিনে আসেন।
তবে আসামি পক্ষের লোকজন ভুক্তভোগীদের ফাঁসাতে কূটকৌশল অবলম্বন করেন। ঘটনার ১-২ বছর পর সাজাপাপ্ত আসামিরা জামিনে নিয়ে এসে মামলা থেকে বাচঁতে কিতার আলীর উপর অন্যের জমি দখল,এলাকায় দাপট,সাধারণ মানুষকে হয়রানি কথা বলে অপপ্রচারের মিথ্যা নাটক সাজান। এলাকায় প্রচার চালান কিতাব আলীর দাপটে অসন্তুষ্ট এলাকাবাসী। সংবাদ করে বিচার দাবি করেন বাবুল গংরা।
এমন এক সংবাদের ভিত্তিতে সরেজমিনে বাবনী গ্রামে গেলে এ বিষয়ে ১০-১৫ জনের সঙ্গে কথা হয়। তারা বলেন, জমি দখলে বাধা দেওয়ায় উজ্জ্বলে পায়ে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন প্রতিপক্ষের বাবুলের লোকজন। নিজেদের অপরাধ ঢাকতেই নাটক সাজানো হয়েছে।দপটের বিষয় এটি পুরোপুরি মিথ্যা।
কিতাব আলী বলেন, আমাদের করা মামলা থেকে বাঁচতে আসামিপক্ষ এমন অপপ্রচারের নাটক সাজিয়েছে। এলাকাবাসীর কাছেই জিজ্ঞেস করেন তারাই প্রকৃত ঘটনা বলবে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।





















