বরগুনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলার নবাগত পুলিশ সুপার মো. কুদরত ই খুদা (পিপিএম) দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং জেলাজুড়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন।
সেই নির্দেশনার অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) মো. সাইতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সরিষামুড়ি এলাকা থেকে জাহিদুল ইসলাম (২৬) নামের এক যুবককে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।
গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।





















