নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল: নেত্রকোনায় নিজ বাড়ীর শয়ন কক্ষের বিছানার উপর মুখ ও পা বাধাঁ অবস্থায় জবাই করে হেলাল উদ্দিন (৬০) নামক এক কৃষক ,কে হত্যা করা হয়েছে।খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রামের মৃত আশ্রাব আলীর পুত্র হেলাল উদ্দিন প্রতিদিনের ন্যায় শনিবার রাতের খাবার খেয়ে নিজ বাড়ীর শয়ন কক্ষে নিজ বিছানায় শুয়ে পড়ে। তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) একই ঘরে মাঝখানে একটি পর্দা টানিয়ে আরেক খাটে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে পাশের বিছানায় স্বামী হেলাল উদ্দিনের মুখ ও পা বাধাঁ জবাই করা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা এসে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। স্ত্রী বেদেনা আক্তারের বক্তব্য অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।





















