মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
যশোর ব্যাটালিয়ন (৪৯) বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামের একটি রাস্তা থেকে পাচারকারী সহ ৪৩ কেজি গাঁজা আটক করেন।
গতরাত সাড়ে ১১ টার দিকে ২ নং ঘিবা গ্রামের কাচা রাস্তা দিয়ে একজন মানুষ মাথায় বস্তা নিয়ে হেটে যাবার সময় বিজিবির টহলদলের সন্দেহ হলে বস্তা তল্লাশি করলে তাতে ৪৩ কেজি গাঁজা ও ১ টি মোবাইল পাওয়া যায়।
আটককৃত ব্যক্তির নাম মো: জাহাঙ্গীর আলম পিতা – মৃত আ: খালেক গ্রাম রঘুনাথপুর, বেনাপোল পোর্ট থানা।যশোর। আটককৃত গাঁজা সহ মোবাইলের সিজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার ৫ শ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।





















