বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় কিন্ডার গার্টেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বেনাপোলে শার্শা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন।
আলোচনা সভায় বক্তারা কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।




















