নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ মোঃ বাবুল:- নেত্রকোনা বারহাট্টা ২ সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ ডাক্তার আনোয়ারুল হক সদর উপজেলার ১১ নং কে গাতি ইউনিয়নের বোবা হালা মোড়ের বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল তিনটায় ইউনিয়নের বোবা হালা মোড়ের বাজার, ও বিভিন্ন বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেতা-কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক ,স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণ সমাজ ও প্রবীণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি, র বাংলাদেশের নীতি, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক বলেন, বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা কখনো বিরোধীদল বা অন্য ভিন্নমতের মানুষ কে জেলে দেয়নি, এবং কাউকে অত্যাচার নির্যাতন করেনি।তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন । এখানে সবাই নিরাপদ , সব ধর্মে, দল ও মতের মানুষ নিরাপদ থাকবে । মসজিদ মাদ্রাসা ,ও মন্দির গুলোর সমস্যার সমাধানের পাশে থাকবেন এলাকা বাসীর জন্য আমাদের অঙ্গীকার আমাদের মাটিতে দুর্নীতি মাদক, চাঁদাবাজি ও অনিয়মকে রোধ করতে হবে। আমাদের মা-বোনদের এবং ছোটদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এজন্য ১২ তারিখে ধানের শীষে ভোট দিন।—শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা, স্বাস্থ্যে মানসম্মত ও সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা,নদীতে ব্রিজ , নদী ভাঙ্গন এলাকার তথা তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা ,এবং উন্নয়নের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা চাই এমন একটি সমাজব্যবস্থা গড়ে উঠুক, যেখানে মানুষ নিরাপদ, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।”
তিনি আরও বলেন,নদী ভাঙ্গন রোধে রাস্তাঘাট ,মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে সৎ নেতৃত্ব ও আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই।
নেতৃবৃন্দ-সহপ্রমুখ, বিএনপি’র পক্ষে প্রচার কার্যক্রম চালান। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।।




















