নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস,আই মোফাজ্জল হোসেন গত ৭ এপ্রিল রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বাবুরাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আক্তার হোসেন (৫৫),কাশীপুর এলাকার কালুমিয়ার ছেলে আমির হোসেন (৪২)। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ ।
একই অফিসার ৫০ গ্রাম গাঁজাসহ বন্দর থানাধীন সোনাকান্দা গ্রামের বাবুপাড়ার নিজামের ছেলে আবির হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।