বন্ধন বাসের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে স্কুল পড়ুয়া ছেলে বোরহান উদ্দিন ইমন।বন্ধন পরিবহন মালিক সমিতি আশ্বাস দিয়েও ছেলের চিকিৎসার কোন অর্থ দেয়নি। ছেলের চিকিৎসার অর্থ ব্যয়ের চিন্তায় স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেলেন দিনমজুর নিজাম মিয়া।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন নিজাম মিয়া। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শহরের মুক্তি ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছেলে। ছেলেকে দেখেই ক্লিনিকে মৃত্যু কোলে ঢলে পড়লেন নিজাম মিয়া। তার অকাল মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে খানপুর জুড়ে। বন্ধন বাসের ধাক্কায় তছনছ হয়ে পড়লো নিজামের পরিবার।
খানপুর পশ্চিম পাড়া নিজাম মিয়া ছেলের করুণ অবস্থা ও চিকিৎসা অর্থ ব্যয়ে চিন্তায় ষ্ট্রোক করে মারা গেছেন।
নিহত নিজামের ভাই শফিকুল ইসলাম শফিক জানান,৩১ মার্চ ডনচেম্বার মোড়ে বন্ধন বাসে ধাক্কায় বাম হাত ভেঙ্গে চুড়মার খানপুরের নিজা মিয়া ছেলের। ডনচেম্বার স মিলে কাজ করে নিজা। ১৭ দিন যাবৎ ছেলে কে চিকিৎসা করে কোন ফলাফল পাচ্ছে না। বন্ধন পরিবহনের বাস মালিক সালাউদ্দিন আশা ও প্রতিশ্রুতি দিয়েও কোন সহযোগিতা করছে না। তাই ১৬ এপ্রিল রাতে মুক্তি জেনারেল হাসপাতালে (কেবিন নং০০৩) ভর্তিরত অসুস্থ্য ছেলেকে দেখে বাসায় ফিরার সময় উক্ত হাসপাতালেই রাত আনুমানিক ১১ টায় স্ট্রোক করে নিজাম, সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বন্ধন বাসে তছনছ নিজামের পরিবার। আজ বুধবার সকাল ১১ টায় খানপুর হাসপাতাল রোডে জানাযা নামাজ শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।