নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার রাতে ৩০ পুরিয়া হেরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার হরিহরপাড়া এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার রাতে মাদক বিরোধী অভিযান চালায়। এ অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ এবাদুল ইসলাম (১৮) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো. জহির আলীর ছেলে। থানার আরেক টীম ফতুল্লার আলীগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার আ. আউয়াল মিয়ার ছেলে। এব্যপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।