নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা টহল পুলিশের জোরদার না থাকায় লালপুর ,সরকার বাড়ী সড়ক, পৌষার পুকুর পাড় আল-আমিনবাগ ,তাগার পাড় পাকিস্তানী খাদ কোতালেরবাগ রেলাইন সড়কসহ বিভিন্ন এলাকায় মাদক সেবী ও মাদক বিক্রেতাদের আড্ডা ও উৎপাত বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারন মানুষের চলাচলে নানা সমস্যা সৃষ্টি হয় বলে জানান এলাকাবাসী।
এলাকা সূত্রে জানা যায়, ফতুল্লার বিভিন্ন ফিডার সড়কগুলোতে রাস্তার মোড়ে দেখা যায় মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীর আড্ডা। এরা প্রতিনিয়ত সকালে দুপুরে ও সন্ধ্যায় এবং গভীর রাতে মাদক সেবন চলছে হরদমে। এরা গামেন্টর্স কর্মী ও সাধারন পথচারীদের আটক করে নানা ছলে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। আবার এরাই রাতে অনেকের বাড়ির ছাদে উঠে লোহার পাইপ, গ্যাসের চুলা, জুতা বালতিসহ টুকিটাকি মালামাল চুরি করে নেয়। এই মাদক সেবনকারীরা বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে চলছে। এদেরকে স্থানীয় পাতিনেতারা আবার সাপোর্ট দিয়ে আসছে ফলে কেহ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না । এই মাদক সেবনকারী ও বিক্রেতাদের আড্ডার স্থানগুলোর স্থান সম্পর্কে এলাকাবাসী জানান, শাহফতেউল্লাহ টেক্সটাইল মিলসের পেছনে তাগাড় পাড় লালপুর থেকে পাকিস্তানী খাদের সড়কটি, আলআমিন বাগ, লালপুর সরদার বাড়ি মাঠ, সরকার বাড়ী সড়ক, পৌষারপুকুরপাড়, লালপুর নিলুমিয়ার বাড়ির পেছনে তাগারপাড়, রূপশ্রী হাউজিং ফিডার সড়কে। লালপুর ডিআইটি মাঠের আশপাশ এলাকায় কতিপয় কয়েকটি রিক্সার গ্যারেজে চলছে মাদক সেবনের মহোৎসব । কোতালেরবাগ থেকে ইসদাইর পর্যন্ত রেললাইনের সড়কের পাশে হরদমে মাদক সেবন ও বিক্রি চলছে প্রকাশ্যে। এইসব এলাকায় ৬ মাসেও টহল পুলিশ না যাওয়ায় মাদক বিক্রেতারা ও সেবন কারীরা চালিয়ে যাচ্ছে তাদের রাম রাজত্ব। এই সড়কগুলোর মোড়ে মোড়ে বখাটে যুবকদের আড্ডা ও পথচারীদের আটক করে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। গত ১০ এপ্রিল ফতুল্লা চৌধুরীবাড়ির সামনে দুপুর সাড়ে ১১টায় অভিনব কায়দায় মাদক সেবী এক ট্রাক চালককে আটক করে নগদ ১৭শ‘ টাকা একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। সুমন বেকারী সড়কেও এমন আড্ডা ও মাদক সেবন চলছে হরদমে এমনটাই বলছে এলাকাবাসী। এই মাদক সেবী ও মাদক বিক্রেতাদের হাত থেকে সাধারন পথচারী পরিত্রান পেতে ফতুল্লা মডেল থানার সদ্য যোগদানকৃত সৎ অফিসার ইনচার্জ মো, আসলাম হোসেনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
এ ব্যাপারে ফতুল্লা থানা পুলিশ জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবী যেই হোক এবং যত বড় প্রভাবশালী হোক ছাড় দেয়া হবে না। আমাদের গণগ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী মহোদয় ও জেলা এস.পি মহোদয়ে মাদক সন্ত্রাস জঙ্গি দমনের জিহাদ ঘোষনা করেছেন। সুতরাং কাউকে ছাড় দেয়া হবে না। তবে আমরা রোজার আগেই টহল জোরদার করবো। এইজন্য এলাকাবাসী ও সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। অবশ্যই মাদক সেবী সন্ত্রাসীর বিরুদ্ধে আইনের কাঠগড়ায় দাঁড় করাবোই ইন্নশাল্লাহ।