সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ীকে ঢাকা থেকে উদ্ধার- গ্রেফতার ২

শেয়ার করুন...

বিশাল আহমেদ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে মুক্তিপণের দেড়লাখ টাকাসহ অপহৃত ব্যবসায়ীকেও। বুধবার দুপুরে রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকার একটি ভবন থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যবসায়ী মনির হোসেন ব্যাপারীকে (৫২) ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া মনির হোসেন ব্যাপারী কুমিল্লার দাউদকান্দি থানার গাংকান্দা এলাকার মৃত নোয়াব আলী ব্যাপারীর ছেলে। তিনি ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে শস্য (সরিষা, মরিচ, ডাল, ভুটা ইত্যাদী) কেনাবেচা করেন।

 

ভুক্তভোগী ব্যবসায়ীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, মঙ্গলবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে রিকশায় মৌচাক এলাকায় ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিল ব্যবসায়ী মনির হোসেন ব্যাপারী। ওই সময় অপহরণকারীরা রাস্তায় রিকশার গতিরোধ করে স্প্রে (অজ্ঞান করার ওষুধ) ব্যবহার করে মনির হোসেনকে অজ্ঞান করে ফেলে। পরে সেখান থেকে ঢাকার খিলগাঁও এলাকায় নিয়ে অপহরণকারীরা অজ্ঞান অবস্থায় মনির হোসেনকে নগ্ন করে নারীর সঙ্গে ছবি তোলে। মারধর করে পিঠে ও শারীরের বিভিন্ন জায়গায় আগুনের ছ্যাকা দিয়ে জ্বলসে দেওয়া হয়। পরে জ্ঞান ফিরলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অন্যথায় হত্যা সহ নগ্ন অবস্থায় তোলা ছবি ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেন। পরে মনির হোসেন দেড় লাখ টাকা দেওয়ার কথা বললে অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়। সেই আশ্বাসের প্রেক্ষিতে মনির হোসেন ওই রাত ১২টায় নিজ মোবাইল থেকে ছেলেকে ফোন দিয়ে বলে, ‘অহরণকারীদের টাকা না দিলে মেরে ফেলবে। তাই টাকা ব্যবস্থা করে তাদের কথা অনুযায়ী পৌছে দিতে।’ পরে তার ছেলে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় এসে মনির হোসেন অপহরণের অভিযোগ দেয়।

 

তিনি আরো জানায়, ওই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ওসি মীর শাহীন শাহ পারভেজ তথ্য প্রযুক্তির সহায়তায় ব্যবসায়ী মনির হোসেনের অবস্থান নিশ্চিত করে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল খিলগাঁও এলাকায় উদ্ধার অভিযান চালায়। এসময় অপহরণকারীরা মোবাইলে যোগাযোগ করে দাবিকৃত দেড় লাখ টাকা ফকিরাপুর এলাকার রোমা ফার্মিসিতে জামা দেওয়ার জন্য জানায়। এসময় সাদা পোশাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ব্যবসায়ী মনির হোসেনের ম্যানেজারকে নিয়ে রোমা ফার্মিসিতে গেলে দোকান বন্ধ পাওয়া যায়। পরে অপহরণকারীরা জানায় ফার্মিসির ভবনের তিনতলায় একটি ডাক্তারের চেম্বার আছে সেখানে ইসমাইলের কাছে পৌছে দেওয়ার জন্য। তাদের কথা অনুযায়ী মনিরের ম্যানেজার দেড় লাখ টাকা ইসমাইলের কাছে দেয়। অন্য দিকে অপহরণকারীদের দেওয়া তথ্য অনুযায়ী রামপুরার মেরাদিয়া এলাকা থেকে ব্যবসায়ী মনির হোসেনকে উদ্ধার করা হয়। পরে ডাক্তারের চেম্বারে টাকা নিতে আসলে সামসুল হক মিলনকেসহ ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহ ফুলবাড়িয়া তামার বাজার এলাকার ইসমাইল (২৬)। সে ফকিরাপুল এলাকার বাসিন্দা ও রোমা ফার্মিসির বিক্রেতা। আরেকজন পাবনা ফরিদপুর বনাইনগর এলাকার মৃত মঈনুল হকের ছেলে সামসুল হক মিলন (৩৫)। সে খিলগাঁও এলাকার বাসিন্দা।

 

ওসি বলেন, অপহরণের ঘটনায় আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

সর্বশেষ সংবাদ



» নিয়ম ভেঙে ১৫ মাসে ওসি পদায়ন: পুলিশের অভিজ্ঞতার শর্ত অমান্য

» শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আবারও চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

» দেশে যেকোনো সময় আরও বড় ভূমিকম্পের শঙ্কা

» সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ এখনও রয়ে গেছে: মঞ্জু

» ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে কখনো আপস করবে না বিএনপি

» ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

» আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ১ মাস

» আমতলীতে প্রাথমিকের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীর অভিযোগ, তদন্তে কমিটি গঠন

» বিএনপিকে ১৫ বছরে মিছিল মিটিং করতে দেয়নি আ.লীগ: এবিএম মোশাররফ হোসেন

» ফতুল্লার আদর্শনগর পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মারধর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ীকে ঢাকা থেকে উদ্ধার- গ্রেফতার ২

শেয়ার করুন...

বিশাল আহমেদ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে মুক্তিপণের দেড়লাখ টাকাসহ অপহৃত ব্যবসায়ীকেও। বুধবার দুপুরে রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকার একটি ভবন থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যবসায়ী মনির হোসেন ব্যাপারীকে (৫২) ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া মনির হোসেন ব্যাপারী কুমিল্লার দাউদকান্দি থানার গাংকান্দা এলাকার মৃত নোয়াব আলী ব্যাপারীর ছেলে। তিনি ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে শস্য (সরিষা, মরিচ, ডাল, ভুটা ইত্যাদী) কেনাবেচা করেন।

 

ভুক্তভোগী ব্যবসায়ীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, মঙ্গলবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে রিকশায় মৌচাক এলাকায় ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিল ব্যবসায়ী মনির হোসেন ব্যাপারী। ওই সময় অপহরণকারীরা রাস্তায় রিকশার গতিরোধ করে স্প্রে (অজ্ঞান করার ওষুধ) ব্যবহার করে মনির হোসেনকে অজ্ঞান করে ফেলে। পরে সেখান থেকে ঢাকার খিলগাঁও এলাকায় নিয়ে অপহরণকারীরা অজ্ঞান অবস্থায় মনির হোসেনকে নগ্ন করে নারীর সঙ্গে ছবি তোলে। মারধর করে পিঠে ও শারীরের বিভিন্ন জায়গায় আগুনের ছ্যাকা দিয়ে জ্বলসে দেওয়া হয়। পরে জ্ঞান ফিরলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অন্যথায় হত্যা সহ নগ্ন অবস্থায় তোলা ছবি ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেন। পরে মনির হোসেন দেড় লাখ টাকা দেওয়ার কথা বললে অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়। সেই আশ্বাসের প্রেক্ষিতে মনির হোসেন ওই রাত ১২টায় নিজ মোবাইল থেকে ছেলেকে ফোন দিয়ে বলে, ‘অহরণকারীদের টাকা না দিলে মেরে ফেলবে। তাই টাকা ব্যবস্থা করে তাদের কথা অনুযায়ী পৌছে দিতে।’ পরে তার ছেলে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় এসে মনির হোসেন অপহরণের অভিযোগ দেয়।

 

তিনি আরো জানায়, ওই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ওসি মীর শাহীন শাহ পারভেজ তথ্য প্রযুক্তির সহায়তায় ব্যবসায়ী মনির হোসেনের অবস্থান নিশ্চিত করে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল খিলগাঁও এলাকায় উদ্ধার অভিযান চালায়। এসময় অপহরণকারীরা মোবাইলে যোগাযোগ করে দাবিকৃত দেড় লাখ টাকা ফকিরাপুর এলাকার রোমা ফার্মিসিতে জামা দেওয়ার জন্য জানায়। এসময় সাদা পোশাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ব্যবসায়ী মনির হোসেনের ম্যানেজারকে নিয়ে রোমা ফার্মিসিতে গেলে দোকান বন্ধ পাওয়া যায়। পরে অপহরণকারীরা জানায় ফার্মিসির ভবনের তিনতলায় একটি ডাক্তারের চেম্বার আছে সেখানে ইসমাইলের কাছে পৌছে দেওয়ার জন্য। তাদের কথা অনুযায়ী মনিরের ম্যানেজার দেড় লাখ টাকা ইসমাইলের কাছে দেয়। অন্য দিকে অপহরণকারীদের দেওয়া তথ্য অনুযায়ী রামপুরার মেরাদিয়া এলাকা থেকে ব্যবসায়ী মনির হোসেনকে উদ্ধার করা হয়। পরে ডাক্তারের চেম্বারে টাকা নিতে আসলে সামসুল হক মিলনকেসহ ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহ ফুলবাড়িয়া তামার বাজার এলাকার ইসমাইল (২৬)। সে ফকিরাপুল এলাকার বাসিন্দা ও রোমা ফার্মিসির বিক্রেতা। আরেকজন পাবনা ফরিদপুর বনাইনগর এলাকার মৃত মঈনুল হকের ছেলে সামসুল হক মিলন (৩৫)। সে খিলগাঁও এলাকার বাসিন্দা।

 

ওসি বলেন, অপহরণের ঘটনায় আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD