সাভার থানাপুলিশের অভিযানে আইচানোয়াদ্দা এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাহামুদুল গ্রেফতার।
সোমবার (২২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আইচানোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কাঠালপাড়া গ্রামের আঃরহিম এর ছেলে মাহামুদুল (৩০) কে ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
এস আই মোফাজ্জল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে আইচানোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুলকে গ্রেফতার করা হয় সে সাভার রাজাশন এলাকায় বসবাস করে, উওরবঙ্গ থেকে ফেন্সিডিল এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসিতেছিল।তার বিরুদ্ধে মাদক আইনের মামলা হয়েছে।