পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামের ৩ নং ওয়ার্ডে পুকুরের মাটিকাটাকে কেন্দ্র করে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, মাহাবুব খানের স্ত্রী সালমা বেগম (৩৫) মৃত: মোহাম্মদ খানের ছেলে ইউনুচ খান (৬৫), জসিম খানের ছেলে আতিকুর খান (২৫) এদেরকে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেজবাহ্ উদ্দিন বলেন, রুগীরা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ভর্তি আছেন। এ বিষয়ে সালমা বেগম বলেন, গত ২০ এপ্রিল শনিবার বেলা আনুমানিক ৩ টার দিকে পুকুরের মাটিকাটাকে কেন্দ্র করে আমাদের একই বাড়ীর শাহজালাল ও হামিরুল এরা একত্রিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে এলোপাথারী ভাবে আমাদের মারতে থাকে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ইউনুচ খান প্রতিবেদককে বলেন, পরস্পর আমরা আত্মীয় আমাদের জমি জমা জোর পূর্বক দখল করে খাচ্ছে। বাঁধা দিলে আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়। এই প্রশঙ্গে শাকিল খান বলেন, আমার জন্মের পর থেকে দেখি আমাদের সাথে তাদের বিরোধ। এ বিরোধ কী থামবে না ? এ ব্যাপরে শাহজালালের কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ইউপি সদস্য জাকির হোসেন ও মহিলা ইউপি সদস্য তারা বেগম ঘটনার সত্যতা শিকার করেন।ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, বিষয়টি আমি শুনেছি এবং দেখব। এ ব্যাপারে মামলা চলমান আছে।