নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার সেহাচর তক্কার মাঠস্থ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিধবা মমতাজ বেগম (৪৫) কে মারধর করেছে একই এলাকার আবুল বেপারী ও তার ছেলেরা। এঘটনা ঘটেছে গত ২৬ এপ্রিল রাত সাতটায় । এব্যাপারে মমতাজ বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আবুল বেপারীসহ তার ছেরেদের কে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নং- ১২৩(৪)১৯।
এ মামলা সূত্রে জানা যায়, ফতুল্লার সেহাচর তক্কার মাঠস্থ এলাকায় মৃত হারুন ার রশিদ । তার স্ত্রী মমতাজ বেগম সন্তানাদি নিয়ে নিজ বাসায় বসবাস করে আসছে। পাশের বাড়ির আবুল বেপারী ও তার পরিবার বিভিন্ন সময় ঐ বিধবা মহিলার সাথে বিভিন্ন অজুহাতে ঝগড়া করে আসছে। তাদের উভয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। গত ২৬ এপ্রিল সকাল সাতটায় আবুল বেপারীর ছেলে হিরা (২৫), মানিক (২২), রতন (২০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে ঐ বিধবার বাসায় যায়। এরপর তার সাথে কথাকাটাকাটি হলে তাকে মারপিট করে । পরে স্থানীয় লোকজন ছুটে আসলে আবুল বেপারীর ছেলেরা চলে যায়। পরে মমতাজ বেগম কে চিকিৎসালয় নিয়ে যায়। পরে গত ২৭ এপ্রিল রাতে মামলা করে মমতাজ বেগম ঐ আবুল বেপারী ও তার ছেলেদের বিরুদ্ধে।