নিজস্বসংবাদদাতা : ফতুল্লার ভূইগড় কড়াইতলা এলাকার মহিউদ্দিন তালুকদারের নবম শ্রেনীতে পড়–য়া মেয়ে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় সুরাইয়া আক্তার (১৬) কে অপহরন করেছে রহিম ও তার সহযোগিরা। সহপাঠী ও এলাকাবাসীর দাবী ভালবাসার টানে সুরাইয়া রহিমের সাথে পালিয়েছে। এ ঘটনায় মহিউদ্দিন তালুকদার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় রহিমসহ ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নং- ১২২(৪)১৯।
এ মামলার অভিযোগ সূত্রে জানা য়ায়, ফতুল্লার ভূইগড় কড়াই তলা এলাকার মো. মহি উদ্দিন তদালিুকদার । তার মেয়ে সুরাইয়া আক্তার । জালকুড়ি হাই স্কুলে নবম শ্রেনীতে পড়া লেখা করে আসছে। জালকুড়ি টেংরাপাড়া(দক্ষিনপাড়) এলাকার লোকমান হোসেনের ছেলে রহিম সুরাইয়াকে বিভিন্ন সময় চলার পথে প্রেম প্রস্তাব দিতো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৪ এপ্রিল সকাল ৯টায় স্কুলে আসার পথে সুরাইয়াকে জোর পূর্বক সিএনজিতে করে ভুইগড় প্রধান সড়ক হতে অপহরন করে নেয়। এরপর খুজাখুজি করে যানতে পারে রহিম ও তার সহযোগিরা মিলে সুরাইয়াকে নিয়ে যায়।
এব্যাপারে এলাকাবাসী জানান, অপহরন নয় ভালবাসার টানে রহিমের সাথে সুরাইয়া চম্পট মেরেছে। তার উভয়ই সংসার করার লক্ষ্যে পালিয়েছে।