নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার সাইনবোর্ড গিরিধারা এলাকায় মাদক সেবন বাধা দেয়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা মারধর করে আব্দুল্লাহ তারেখ খোকন (৩২ ) কে। এ ঘটনা ঘটেছে গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায়। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলা হলে পুলিশ আল আমিন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
এ মামলা সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন সাইনবোর্ড গিরিধারা এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রি করছে আনিস মোল্লার ছেলে আল আমিন (৩৫),গিরিধার জজমিয়া (২৮),এনায়েত ঢালীর ছেলে জনি (৩৮),শাহ আলম মিয়ার ছেলে আদিল (২৫), জাহাঙ্গির সরদারের ছেলে বিজয় মিয়া (২৩), সাব্বির (২৭),ইমরান (৩২),আক্কাস (৩০)। এরা প্রায়ই শান্তিধারা আ.জব্বার মিয়ার বাসার সামনে মাদক সেবন করে। তাদের মাদক সেবন করতে নিষেধ করলে গত ২৬ এপ্রিল আ.জব্বারের ছেলে আব্দুল্লাহ তারেক খোকনকে একা পেয়ে আল আমিন ও তার উল্লেখিত সহযোগিরা এলোপাথারী মারধর করেছে। এগটনায় আ.জব্বারের মেয়ে তানহা (৩০) বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করলে পুলিশ মাদক সেবনকারী আল আমিন কে গ্রেপ্তার করেছে। মামলা নং-২২১(৪)১৯।
আসামী আল আমিন ও তার পরিবারের দাবী তারা মাদকের সাথে জড়িত নয়। প্রেম গঠিত ঘটনাকে কেন্দ্র করে তাদের সাথে বিরোধ চলছে।