স্টাফ রিপোর্টার:- ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাহাবুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক মাহাবুর দুলালমুন্দিয়া গ্রামের খলিল হোসেনের ছেলে। থানা পুলিশ জানায়, ধর্ষক মাহাবুর রহমান গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ওই গৃহবধুকে কৌশলে রায়গ্রামের ডাক্তার তপন দাসের বাড়ির পাশের একটি পান বরজে ডেকে নিয়ে যায়।
পরে তাকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধু ৩০ এপ্রিল বাদি হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা করেন। যার মামলা নং ২২। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষক মাহবুর কে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অপর দিকে ধর্ষিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।





















