নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২ মে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মাসদাইর এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মাসদাইর এলাকার ফজলুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০), মুন্সী জেলা সিরাজদি খান এলাকার গোলাম হোসেনের ছেলে মামুন (২৫) ।
অপরদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ হেনা বেগম কে গ্রেপ্তার করেছে। সে দাপা ইদ্রাকপুর শাহজাহান রি-রোলিং মিলস এলাকার মো. জাহাঙ্গির মিয়ার স্ত্রী।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।