নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশ ২ টি ছোড়া ১ টি চাইনিজ কুড়ালসহ রাকিবুল ইসলাম নামের এক দেশীয় অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ মামলা সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার এস.আই ইলিয়াস হোসেন গত ২ মে রাতে সস্তাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রধারী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এসময় রাকিবের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি ছোড়া উদ্ধার করেন পুলিশ । রাকিবুল ইসলাম ফরিদপুর জেলা কোতয়ালী থানাধীন মৃত হালিম বেপারীর ছেলে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে রাকিবুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।