তারিখ : মে, ১১, ২০১৯, | নিউজটি পড়া হয়েছে :
৪০৭ বার
উজ্জীবিত বাংলাদেশ:- চট্টগ্রামের কাট্টলিতে মাদকাসক্ত যুবকের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
এদিকে নগরীর মুরাদপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে এক বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি ঘটনায় নগরীর আকবর শাহ এবং পাঁচলাইশ থানায় আলাদা দু’টি মামলা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর আকশাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকায় সত্যজিৎ নামে এক মাদকাসক্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো শুরু করে।
এ সময় রাস্তার পাশে দাঁড়ানো অন্তত ৬ জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে সন্ধ্যা রানী বনিক নামে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় অভিযুক্ত সত্যজিৎকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
সন্ধ্যা রানীর ছেলে বলেন, সে একটা দা নিয়ে যাকে যেভাবে পাইছে, তাকে সেই অবস্থায়ই কুপিয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, তার আচরণ যেহেতু উশৃঙ্খল, তাই তার মানসিক বা মাদকাসক্ত কোন সমস্যা আছে কি না। সেটা আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবো।
এদিকে, গত এক সপ্তাহ ধরে মোস্তাক আহমেদের ছেলে নাহিনের সঙ্গে স্থানীয় বখাটে গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে নগরীর মুরাদপুরের পিলখানা এলাকায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।
এক পর্যায়ে ছেলেকে বাঁচানোর জন্য বাবা মোস্তাক আহমেদ ঘটনাস্থলে আসলে বখাটেরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মোস্তাক আহমেদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সিএমপি পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক ইমাম হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একজনকে স্থানীয়রা আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এ ঘটনা আরো কে কে জড়িত আছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সত্যতা পেলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
এ দু’টি ঘটনায় নগরীর আকবর শাহ এবং পাঁচলাইশ থানায় আলাদা দু’টি মামলা করা হয়েছে।