মুন্নি আলম মনি:- আজ ২৪ মে (শুক্রবার ) মাহে রমজানের ১৮রোজা এবং মাগফিরাতের ৮ম দিবস। আজ সেহরীর শেষ সময় রাত ৩টা ৪২ মিনিট পর্যন্ত এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। জান্নাত লাভ করতে হলে নিয়মিত সালাত আদায় করতে হবে। মহানবী (স) বলেছেন,“সালাত জান্নাতেরচাবী”-তিরমিজি,ইবনেমাজা,আবুদাউদ। রাসুলুলালাহ(স) আরো বলেন, “কিয়ামতেরর দিন সর্ব প্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাতের হিসাব সঠিক হবে তার অন্য হিসাবও ঠিক হবে। আর যার সালাতের হিসেব গরমিল হবে, তার অন্যসব হিসেবেও গরমিল হবে”(তাবারানি)। একাকী সালাত আদায়ের চেয়ে সবাই মিলে জামায়াতে সালাত আদায় করলে সওয়াব বেশি পাওয়া যায়। এর মাধ্যমে দৈনিক পাঁচবার মুসলিমগণ মিলিত হওয়ার সুযোগ পায়। পরস্পর খোঁজ খবর নিতে পারে। একতা, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। পরস্পর সম্প্রীতি সৃষ্টি হয় । সুখে দু:খে একে অন্যের সাহায্য করতে পারে। সালাত মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা রাখে। আল্লাহপাক বলেন, “নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে।”(সূরা- আনকাবুত-৪৫)





















