নারায়নগঞ্জ শহরে পুলিশের অভিযানকে তোয়াক্কা না করে চলছে ছিনতাইকারী, সন্ত্রাসী কর্মকান্ড। এর মধ্যে পিছিয়ে নেই মহিলা ছিনতাইকারীরা।
এমনি এক ঘটনায় ছিনতাইয়ের চেষ্টাকালে আলো বেগম(২১) নামের এক মহিলা ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ বাহিনী।
মঙ্গলবার(২৮মে) রাতে শহরের মেডেনোভা ক্লিনিকের সামনে তাকে গ্রেফতার করার পর তার কাছ থেকে দুইটি মোবাইলসেট ও একটি রূপার চেইন উদ্ধার করা হয়। আটককৃত ছিনতাইকারী আলো বেগম ফতুল্লা থানা গলাচিপা এলাকার সুজন মিয়ার স্ত্রী।
এসআই কামরুল হাসান জানান,আমরা সাদাপোষাকে শহরবাসীর নিরাপত্তা দিতে টহল দিচ্ছিলাম। রাত ৯টার সময় শহরের মেডিনোভা ক্লিনিকের সামনে এক মহিলার হাতব্যাগ ছিনতাইয়ের চেষ্টা চালায় উক্ত আলো বেগম।। এ সময় মহিলার আর্তচীৎকারে আমরা এগিয়ে গেলে আলো বেগমকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইলসেট ও একটি রূপার চেইন উদ্ধার করা হয়।