উজ্জীবিত বিডি ডটকম: জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে একজন নারী ছিনতাইকারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় নারী ছিনতাইকারীর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি রূপার চেইন উদ্ধার করা হয়েছে এবং অপর ৩ জন পুরুষ ছিনতাইকারী থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ মে) রাত সোয়া ৯ টায় শহরের মেডিষ্টার হাসপাতালেরর সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।
ধৃতরা হলেন নারী ছিনতাইকারী মোসা. আলো বেগম (২৩)। নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন গলাচিপা এলাকার মৃত. হান্নান কাজীর মেয়ে ও সুজনের স্ত্রী।
অপর তিন জন হলেন কুড়িগ্রাম জেলার চিলমারী থানার মন্ডল পাড়া এলাকার মো. আলমগীর (২৪), পিতা আব্দুস সালাম, বর্তমানে থাকেন ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকানে। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ঢাকির কান্দা এলাকার আ. মোতালেফের ছেলে মো. হাসান মিয়া (২৬), বর্তমানে থাকেন নারায়ণগঞ্জ বন্দর থানার নবীগঞ্জ রেল লাইন এলাকায়।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার হাট নওগাঁ এলাকার মো. মিলনের ছেলে মো. শাহ আলম (২৪), বর্তমানে থাকেন ফতুল্লা থানার অন্তর্গত ইসদাইর বুড়ির দোকান এলাকায়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশ মোতাবেক যাতে ঈদে সাধারন মানুষ নির্বিঘেœ কেনা-কাটাসহ নিরাপদে চলাচল করতে পারে সেজন্য আমরা দিন-রাত টহল দিচ্ছিলাম।
এমন সময় জানতে পারি যে শহরের ডনচেম্বার এলাকায় মেডিষ্টার হাসপাতালের সামনে একজন নারী ছিনাইকারীসহ ৪ জন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। আমরা সেখানে অভিযান চালাই। এবং তাদেরকে হাতে নাতে ধরে ফেলি।
এসময় নারী ছিনতাইকারীর কাছ থেকে দুটি মোবাইল সেট ও একটি রূপার চেইন এবং বাকি তিন জনের কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলমান রয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলবে।