বিশেষ প্রতিনিধি, নূরুল ইসলাম নূরু:- নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ এ কে এম শামিম ওসমান বলেছেন, এই নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি। আগামী ৭ তারিখে নারায়ণগঞ্জের শহীদ মিনার চত্বরে বিশাল জনসভা করে আমরা প্রমান করে দিব। এই নারায়ণগঞ্জে শেখ হাসিনা ছিল , শেখ হাসিন আছে এবং শেখ হাসিনা থাকবে। তিনি মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চবটিস্থ আকবর কনভেনসন সেন্টারে ফতুল্লা থানা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।প্রধাণ অতিথি তার বক্তব্যে আরো বলেন,খেলা হচ্ছে, খেলা হবে,ষড়যন্ত্রের মাঠে বড় বড় নাটক বাজরা নাটক করছেন। তাদের সাথে আমি ছাত্র জীবন থেকে খেলে আসছি। বর্তমানে ও খেলতে প্রস্তুত আছি যে ভাষায় জবাব দেবার আমরা দিব। শামিম ওসমান হুশিয়ারী দিয়ে বলেন,আমি বেঁচে থাকতে যদি কেউ আমার কর্মীদের উপর হাত দিতে চায় ,তা হলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। আগামী ৭ তারিখের জনসভায় সে সব কথার জবাব দেয়া হবে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,ফতুল্লা থানা আওয়ামী লেিগর সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জান আসাদ,সহ সভাপতি এম এ আওয়াল,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন নাজিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী,ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি হাজী ফরিদ আহম্মেদ লিটন,ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক প্রমুখ।