নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে বিজিবির অভিযানে ১০৭ বোতল ফেনসিডিল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করবে।
খবর পাবার পর বুধবার বিকেল ৫ টার দিকে শিয়ালমারা বিওপির হাবিলদার উত্তম কুমার এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৭/১৫-এস হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব শিয়ালমারা বাঁশবাগানে তল্লাশী চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে জমা দয়ো হবে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেনসিডিল উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।