ঢাকা শাহজালাল বিমান বন্দরে বিমান থেকে আটক অনলাইন ক্যাসিনো প্রধান সেলিম প্রধান রূপগঞ্জের ভুলতার মর্তুজাবাদ গ্রামের নান্নু প্রধানের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আলালামিন প্রধানের আপন চাচাতো ভাই। তার আরেক চাচাতো ভাই রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাইয়ুম প্রধান। মর্তুজাবাদ এলাকার অনেকেই বলেছেন, সেলিম, প্রধান মূলতঃ অস্ত্রেরে ব্যবসা করতো । তার কাছে আধুনিক সব অস্ত্র দেখা যেতো । এলাকার কারো সাথে না চললেও আনোয়ার সাদাত সায়েম ও আলালামিন প্রধানের সাথে সব সময় সখ্যতা রেখে চলতো । আধুনিক অস্ত্র প্রদর্শন ছাড়াও মন্ত্রীর ষ্টাইলে চলাফেরা করতো সেলিম প্রধান । ক্যাসিনো ডন আটকের খবরে এলাকা ছেড়ে পালিয়ে গেছে আনোয়ার সাদাত সায়েম ও আলালামিন প্রধানসহ তাদের সাঙ্গপাঙ্গরা । গোয়েন্দা সংস্থা ছাড়াও রূপগঞ্জ থানা পুলিশ তাদেরে বিস্তারিত তথ্য জানতে খোজ নিলেও কাউকেই পাওয়া যায় নাই । সেলিম প্রধানের বাবা নান্নু প্রধান পরিবহণ (মুড়ির টিন) ব্যবসা করতো। দ্বিতীয় বিয়ে করার পর থেকে নান্নু মিয়ার সাথে আর কোন যোগাযোগ রাখতো না ক্যাসিনো ডন সেলিম প্রধান।
এদিকে ক্যাসিনো ডন সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পর থেকে গা-ঢাকা দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদ’ত সায়েমসহ তার অনুসারীরা। স্থানীয়দের দাবী সায়েমকে গ্রেফতার করলেও সেলিমের প্রধানের বিশাল পরিমান টাকা ও অস্ত্রের সন্ধান পাওয়া যাবে। তারা জানান,সেলিমের অবৈধ টাকার জোড়েই সায়েমসহ তার সাঙ্গপাঙ্গরা রুপগঞ্জের বিভিন্ন নিরীহ মানুষের জমি-জমা দখল করে ভিটেমাটিও ছাড়া করেছে অনেক অসহায় পরিবারকে।