ফতুল্লায় প্রবাসী যুবকের লাশ উদ্ধারের এক মাস পর মামলা

শেয়ার করুন...

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা থানাধীন উত্তর ভ‚ইগড় এলাকায় নিজ বাসা থেকে আফ্রিকান প্রবাসীর লাশ উদ্ধারের এক মাস পর মামলা নিয়েছে পুলিশ। গত বুধবার (১১ মার্চ) রাতে নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ৩২ (৩) ২০।

 

গত ১১ ফেব্রুয়ারী ফতুল্লার উত্তর ভ‚ইগড় এলাকার নিজ বাসা থেকে ওই প্রবাসী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটির ময়নাতদন্ত শেষে তাকে শাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমানিত হলে ১১ মার্চ রাতে নিহতের মা অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন। নোয়াখালীর চাটখিল থানাধীন নোয়াখোলা কাইতার বাড়ি এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে হলেন নিহত জসিম উদ্দিন (৩৮)।

 

জানা যায়, জসিম উদ্দিন দীর্ঘদিন আফ্রিকা প্রবাসে ছিল। ২০১৬ সালে দেশে ফিরে উত্তর ভ‚ইগড় এলাকায় বাড়ি নির্মান করে স্থায়ী ভাবে বসবাস করতো। পারিবারিক বিষয়ে স্ত্রী আয়েশা আক্তার নিপুর সাথে বনিবনা না হওয়ায় উত্তর ভ‚ইগড়ের বাড়িতে একাকি জীবন যাপন করছিল জসিম উদ্দিন। তার স্ত্রী ও এক সন্তান গ্রামেই বসাবাস করেন।

 

মামলার এজাহারে নিহত জসিম উদ্দিনের মা আলেয়া বেগম বলেন, আমার মেঝ ছেলে জসিম উদ্দিন দীর্ঘদিন দক্ষিন আফ্রিকায় থাকার পর ২০১৬ সালে দেশে আসে। অতঃপর ফতুল্লার উত্তর ভ‚ইগড়ে বাড়ি নির্মান করে স্থায়ী ভাবে বসবাস শুরু করে। তার স্ত্রী আয়েশা আক্তার নিপুর সাথে মনমালিন্য সৃষ্টি হওয়ায় প্রায় ২ বছর ধরে জসিম দেশের বাড়িতে আসা যাওয়া বন্ধ করে। এরপর সে একাকি বর্তমান ঠিকানায় থাকত। গত ২ ফেব্রুয়ারী বিকেল সোয়া ৫টার দিকে জসিমের সাথে তার স্ত্রী ও সন্তানের সর্বশেষ কথাবার্তা হয়। এর কিছুদিন পর ১১ ফেব্রুয়ারী সকালে জসিমের বন্ধু মোঃ মামুন সংবাদ দেয় যে, আমার ছেলে জসিম উদ্দিন মারা গেছেন। ছেলের ঘরেই তার লাশ পঁচে ফুলে রয়েছে। গ্রামের বাড়ি থেকে তাৎক্ষনিক আমি ও আত্মীয়-স্বজন ছেলের বাসায় আসি। ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। প্রায় এক মাস পর গত ১০ মার্চ ময়নাতদন্তের রিপোর্ট থানায় আসে।

 

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারী উত্তর ভ‚ইগড় এলাকার নিজ বাসা থেকে জসিম উদ্দিনের পঁচন ধরা লাশ উদ্ধার করা হয়। সে একাই ওই বাড়িতে বসবাস করতো বলে জানতে পেরেছি। তখন লাশে পঁচন ধরায় হত্যাকান্ড কিভাবে হয়েছে, সেটা বুঝা যায়নি। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করি। গত ১০ মার্চ ময়নাতদন্তের রিপোর্ট থানায় আসে। রিপোর্ট থেকে জানা গেছে, অজ্ঞাতনামা কে বা কাহারা তাকে শ^াসরোধে হত্যা করেছে। এরপর নিহতের মা বুধবার (১১ মার্চ) রাতে থানায় এসে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ’

 

ওসি আসলাম হোসেন আরো বলেন, ‘আমরা তদন্তে নেমেছি। এই হত্যার পেছনে কে বা কারা জড়িত আছে সেই রহস্য উদঘাটন জড়িতদের গ্রেফতার করতে আমাদের একাধিক টিম গুরুত্ব সহকারে কাজ করছে। দ্রুতই এর রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

 

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জমান ময়নাতদন্তের রিপোর্টে বলেন, তাকে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ



» আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ

» আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৬

» নারায়ণগঞ্জে অবৈধ কয়েল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

» ফতুল্লায় স্ত্রী’র সাথে অভিমান করে শরিফের আত্মহত্যা

» জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম – ডিসি

» নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনীতির মাঠে আলো ছড়াচ্ছেন সাদরিল

» আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

» ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার হন সাংবাদিক রাতুল

» ফতুল্লায় মাদকের চুনোপুঁটি নিয়ে টানাটানি রাঘব বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে

» ফতুল্লার ধর্মগঞ্জে চাদাঁ না দেওয়ায় প্রাননাশের হুমকী!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় প্রবাসী যুবকের লাশ উদ্ধারের এক মাস পর মামলা

শেয়ার করুন...

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা থানাধীন উত্তর ভ‚ইগড় এলাকায় নিজ বাসা থেকে আফ্রিকান প্রবাসীর লাশ উদ্ধারের এক মাস পর মামলা নিয়েছে পুলিশ। গত বুধবার (১১ মার্চ) রাতে নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ৩২ (৩) ২০।

 

গত ১১ ফেব্রুয়ারী ফতুল্লার উত্তর ভ‚ইগড় এলাকার নিজ বাসা থেকে ওই প্রবাসী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটির ময়নাতদন্ত শেষে তাকে শাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমানিত হলে ১১ মার্চ রাতে নিহতের মা অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন। নোয়াখালীর চাটখিল থানাধীন নোয়াখোলা কাইতার বাড়ি এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে হলেন নিহত জসিম উদ্দিন (৩৮)।

 

জানা যায়, জসিম উদ্দিন দীর্ঘদিন আফ্রিকা প্রবাসে ছিল। ২০১৬ সালে দেশে ফিরে উত্তর ভ‚ইগড় এলাকায় বাড়ি নির্মান করে স্থায়ী ভাবে বসবাস করতো। পারিবারিক বিষয়ে স্ত্রী আয়েশা আক্তার নিপুর সাথে বনিবনা না হওয়ায় উত্তর ভ‚ইগড়ের বাড়িতে একাকি জীবন যাপন করছিল জসিম উদ্দিন। তার স্ত্রী ও এক সন্তান গ্রামেই বসাবাস করেন।

 

মামলার এজাহারে নিহত জসিম উদ্দিনের মা আলেয়া বেগম বলেন, আমার মেঝ ছেলে জসিম উদ্দিন দীর্ঘদিন দক্ষিন আফ্রিকায় থাকার পর ২০১৬ সালে দেশে আসে। অতঃপর ফতুল্লার উত্তর ভ‚ইগড়ে বাড়ি নির্মান করে স্থায়ী ভাবে বসবাস শুরু করে। তার স্ত্রী আয়েশা আক্তার নিপুর সাথে মনমালিন্য সৃষ্টি হওয়ায় প্রায় ২ বছর ধরে জসিম দেশের বাড়িতে আসা যাওয়া বন্ধ করে। এরপর সে একাকি বর্তমান ঠিকানায় থাকত। গত ২ ফেব্রুয়ারী বিকেল সোয়া ৫টার দিকে জসিমের সাথে তার স্ত্রী ও সন্তানের সর্বশেষ কথাবার্তা হয়। এর কিছুদিন পর ১১ ফেব্রুয়ারী সকালে জসিমের বন্ধু মোঃ মামুন সংবাদ দেয় যে, আমার ছেলে জসিম উদ্দিন মারা গেছেন। ছেলের ঘরেই তার লাশ পঁচে ফুলে রয়েছে। গ্রামের বাড়ি থেকে তাৎক্ষনিক আমি ও আত্মীয়-স্বজন ছেলের বাসায় আসি। ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। প্রায় এক মাস পর গত ১০ মার্চ ময়নাতদন্তের রিপোর্ট থানায় আসে।

 

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারী উত্তর ভ‚ইগড় এলাকার নিজ বাসা থেকে জসিম উদ্দিনের পঁচন ধরা লাশ উদ্ধার করা হয়। সে একাই ওই বাড়িতে বসবাস করতো বলে জানতে পেরেছি। তখন লাশে পঁচন ধরায় হত্যাকান্ড কিভাবে হয়েছে, সেটা বুঝা যায়নি। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করি। গত ১০ মার্চ ময়নাতদন্তের রিপোর্ট থানায় আসে। রিপোর্ট থেকে জানা গেছে, অজ্ঞাতনামা কে বা কাহারা তাকে শ^াসরোধে হত্যা করেছে। এরপর নিহতের মা বুধবার (১১ মার্চ) রাতে থানায় এসে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ’

 

ওসি আসলাম হোসেন আরো বলেন, ‘আমরা তদন্তে নেমেছি। এই হত্যার পেছনে কে বা কারা জড়িত আছে সেই রহস্য উদঘাটন জড়িতদের গ্রেফতার করতে আমাদের একাধিক টিম গুরুত্ব সহকারে কাজ করছে। দ্রুতই এর রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

 

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জমান ময়নাতদন্তের রিপোর্টে বলেন, তাকে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD