উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট:- বন্দরে ২১নং ওয়ার্ডস্থ শাহীমসজিদ এলাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী আবুল কালাম মুন্সির হাত পাখা মার্কা পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফের নেতৃত্বে এ পোষ্টার সড়িয়ে ফেলা হয়।
জানাগেছে,বিগত কয়েকদিন পূর্ব থেকেই বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী আবুল কালাম মুন্সির হাত পাখা মার্কা পোষ্টার ছিড়ে ফেলা ও অন্যত্র সড়িয়ে ফেলার পরিকল্পনা চলছিল। কেননা,শাহীমসজিদ এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে সাংসদ সেলিম ওসমান আসবে। সেলিম ওসমানের আগমনে ভিন্ন দলের পোষ্টার তার নজরে না পড়ার জন্য এ কুট-কৌশল করেন ওই এলাকার ছাত্রলীগনেতা নাজমুল হাসান আরিফ।
এর ধারাবাহিকতায়,গত শুক্রবার গভীর রাতে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী আবুল কালাম মুন্সির হাত পাখা মার্কা পোষ্টার ছিড়ে ফেলা হয়। এ কুট-কৌশলে নেতৃত্ব দেন বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ,বিএনপি কর্মী সুমন ও অজ্ঞাতনাম কয়েকজন।
এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী আন্দোলন বন্দর থানা শাখা পশ্চিম’র সভাপতি নুর হোসেনের ০১৮২৮১২১০২৪ মুঠোফোনে আলাপকালে জানান,আমরা গনতান্ত্রিকভাবে আমাদের হাত পাখা মার্কার পোষ্টার লাগিয়েছিলাম। কিন্তু ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আমার সামনেই ছিড়ে ফেলেন। তাদের ক্ষমতা আছে তাই এ কাজ করেছে। আমি আল্লার দরবারে ফরিয়াদ করেছি যাতে জুলুমকারীদের ওনি নিজের হাতে বিচার করেন। আল্লাহতায়ালাই জুলুমকারীদের শান্তি দিবেন। কেননা,এ জীবন তো ক্ষনস্থায়ী। পাপ-পূন্যের বিচার হবে হাসরের ময়দানে। জুলুমবাজদের নির্যাতন বেশিদিন টিকবেনা তাই দু’হাত তুলে আমি বিচার দিয়েছি আল্লাহর কাছে।