উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট:- নারাণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌর মেয়র এক গাড়ি চালককে প্রকাশ্যে পিটিয়েছে। ওই সময়ে চালক বার বার ক্ষমা চেয়ে আহাজারি করে মেয়রের দুই পা ধরে বসে থেকে কয়েক বার মাফ চাইলে উল্টো আরো চটে যান তিনি। পরে আরো কয়েক দফা তাকে নির্মমভাবে মারধর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।১৫ ডিসেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘর হিসেবে পরিচিত) প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ শেষ করে নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন মেয়র সাদেকুর রহমান। সোনারগাঁ জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই নসিমন গাড়িরর সাথে তার গাড়িটির সংঘর্ষ হয়। এতে মেয়র সাদেকুর রহমানের গাড়ির এক পাশের রঙ ও দাগ পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সাদেকুর রহমান গাড়ি থেকে বের হয়ে নিজের হাতে থাকা লাঠি দিয়ে ওই যুবকে মারতে শুরু করেন।
ওই যুবক অপরাধ শিকার করে তার মেয়রের পায়ে ধরে ক্ষমা চেয়েও রক্ষা পায়নি। পরবর্তীতে মেয়রের সমর্থকেরাও ওই যুবকে মারধর করে গাড়িসহ আটক করে রাখে। মো. সাদেকুর রহমান বলেন, আমি আমার গাড়িটার খুব যতœ করে রাখি। কিন্তু ওই ছেলে দ্রুতগতিতে এসে বাশ বোঝাই নসিম লাগিয়ে আমার গাড়িটি দুমড়ে মুচড়ে ফেলে। তাই ক্ষোভে হাতের লাঠি দিয়ে কয়েকটি আঘাত করি। পরে স্থানীয়রা ওই ছেলেকে গাড়িসহ আটক করে রাখে। তিনি আরো বলেন, রাগে ওই ছেলেকে মারধর করেছি। কিন্তু সেটা আমি ভুল করেছি। তাই পরে ক্ষমা চেয়ে ওই ছেলেকে ছাড়িয়ে দেই।