ফতুল্লায় তিন চেয়ারম্যান পাশে তবুও ভোটার পানিতে ভাসে!

শেয়ার করুন...

বর্ষা মৌসুম ছাড়াই ফতুল্লায় সারাবছর দেখা যায় জলাবদ্ধতা। তার মধ্যে বর্তমান বর্ষা মৌসুম ছাড়া চরম ভোগান্তির শিকার হচ্ছে ফতুল্লার লালপুর ও পৌষারপুকুরপাড়া এলাকার মানুষরা। নেই কোন জনপ্রতিনিধিদের সহযোগিতা কোন লেশ চিহ্ন। বেশ কিছুদিন যাবৎ লালপুর ও পৌষারপুকুরপাড়া এলাকাবাসী কোথাও হাটু,কোথাও কোমর পানিতে করছে বসবাস। চলাচলে ব্যবহার করছে একমাত্র সম্বল নৌকা বা ভ্যানগাড়ি।অনেকে তাদের দূর্ভোগ দেখলেও দিচ্ছে না কোন স্থায়ী সমাধান বা কোন সহযোগিতা।

 

সোমবার(২১জুন)বিকেলে লালপুর,পৌষারপুকুরপাড়া ও ফতুল্লা সরজমিনে দেখা যায় এ চিত্র।

 

এদিকে সড়ক পথে হাঁটার দিন শেষ হয়েছে লালপুর ও পৌষার পুকুর পাড় এলাকাবাসীর। পুরো বর্ষা মৌসুম জুড়ে স্থানীয়দের চলাফেরায় এখন যুক্ত হয়েছে নৌকা। জনপ্রতি ১০ থেকে ২০ টাকায় পাড়াপাড় করে দেয়া হচ্ছে বাসিন্দাদের। পানির পরিমান হাঁটু পেরিয়ে কোমর পর্যন্ত ঠেকেছে কোথাও কোথাও। রিকশা চালকদের তিনগুন ভাড়ার প্রলোভন দেখিয়েও আনা যাচ্ছেনা লালপুরের রাস্তায়। এমন পরিস্থিতিতে নৌকাই একমাত্র ভরসা বাসিন্দাদের। ভ্যান গাড়ি থাকলেও গুনতে হচ্ছে প্রতি মাথা পিছু ৩০ টাকা ভাড়া। আর তা না হলে কোমর পানি দিয়েই চলতে হচ্ছে। রাতে ভারী বৃষ্টি না হলেও আগের দিনের বৃষ্টি, দৈনন্দিন ব্যবহৃত পানি ও ডাইংয়ের পানি মিলিয়ে পানি বৃদ্ধি পায়। ব্যাটারি এবং মটরে পানি প্রবেশ করে রিকশা বিকল হবার শঙ্কা। সব মিলিয়ে আটকে যাওয়া বাসিন্দাদের উদ্ধারে ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন নৌকা চালকরা। প্রতি বছরেই বৃষ্টির পানিতে খালে পরিণত হওয়া লালপুরের সড়কে নৌকা চালিয়ে বাড়তি আয় এবং সাধারণ মানুষকে পানিতে ভেজা থেকে নিস্তার দেন চালকরা। জলাবদ্ধতার কারনে অধিকাংশ দোকানপাটও করে দিয়েছে বন্ধ মুদি দোকানীরা।এতে আরো দূর্ভোগে এলাকাবাসী।

 

নৌকার যাত্রী ইউসুফ মিয়া জানায়,রাস্তায় ও বাসা বাড়িতে পানি আসাটা অনেক বছরের সমস্যা আমাদের। আগে তো রাস্তায় অল্প পরিমান পানি থাকতো কিন্তু এই বার প্রথম এত পরিমান পানি এখানে জমেছে। বন্যা মৌসুমেও এত পানি রাস্তায় দেখি নাই আমরা।এই জলাবদ্ধতা থেকে নিস্তার চাই আমরা।

 

ভ্যানে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ তুলে আবুল মিয়া জানায়,লালপুর থেকে ফতুল্লা রোডে নিতে ভ্যান গাড়ী প্রতি মানুষ প্রতি নিচ্ছে ৩০-৪০ টাকা ভাড়া।আমাদের ফতুল্লা এলাকায় অধিকাংশ মানুষ নিন্ম শ্রেনীর এবং দিনমজুর। তাদের পক্ষে প্রতিদিন আসা যাওয়ার জন্য ৩০-৪০ টাকা ভাড়া দিয়ে যাওয়া খুবই কঠিন পড়েছে। বাধ্য হয়েও যেতে হচ্ছে। কারন এই ময়লা ও কেমিকেল এর পানি পাড়ালে দুই দিনেই পায়ে ঘা হয়ে যায়। আমাদের এমপি সাবের এলাকা এটা। তার কাছে অনুরোধ আমাদের ফতুল্লা ও লালপুরবাসীদের আমাদের এই জলাবদ্ধতা থেকে উদ্বার করেন।

 

গৃহিণী জমেলা খাতুন বলেন,কালকাও কয়জন আইলো।আইয়া আমগো ভিডিও ছবি তুইলা লইয়া গেলো। আমরা কই কি আমগো ভিডিও না কইরা আপনেরা আমগো প্রধানমন্ত্রীকে কন আমাদের এই মহাবিপদ থেকে উদ্বার করতে। আপনেরা খালি আয়েন আমগো ভিডিও করতে। দেখেন খাটের সমান পানি হইয়া গেছে। তার উপর ইট আর কাট বিছাইয়া থাকতে হয়।কত কষ্ট কইরা আমরা থাকি।কেউ আমাদের সাহায্য তো দূরের কথা এক কেজি চাউল পর্যন্ত দিয়া সাহায্য করতে আসে নাই। আমরা সাহায্যও চাই আমাগোরে এই পানি থেকে বাঁচান।

 

অন্যদিকে ফতুল্লায় ৩ চেয়ারম্যানের বাসার সামনে সৃষ্টি জলাবদ্ধতা।ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,সাবেক চেয়ারম্যান দেলোয়ার ও বক্তাবলি ইউনিয়ন চেয়ারম্যান এম শওকত আলীর বাসা একি সড়কে ফতুল্লা দুরত্ব প্রতি চেয়ারম্যান এর বাসা ১০০ মিটার তবুও জলাবদ্ধতায় ভোগতে হচ্ছে এলাকাবাসীদের।এলাকাবাসী এটাকে মনে করচ্ছে লজ্জাজনক একটা বিষয় চেয়ারম্যানের এলাকায় থেকে জলাবদ্ধতায় ভোগতে হচ্ছে।

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমানের একটাই কথা রেলওয়ে কাজ চলছে তাই ড্রেনের পানি চলাচলে বাঁধা সৃষ্টি হয়েছে।ডিএনডি প্রকল্প ধীরগতি হওয়ায় আরো সমস্যায় পড়তে হচ্ছে ফতুল্লাবাসীদের অভিযোগ তার।

 

কিন্তু গত মাসে ঘনঘটা করে ২৩ মে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছিলো ফতুল্লার(৪ আসনের) ড্রেনেজ ও রাস্তার সংস্কার কাজের জন্য ১৭৬ কোটি টাকা বাজেট পেয়েছে। চলতি মাসে কাজ শুরু করার কথা থাকলে নেই কোন কাজের খবর। ফতুল্লাবাসী চায় এই জলাবদ্ধতা থেকে নিস্তার। কবে শুরু হবে পানি নিষ্কাশনের কাজ সেই আশায় আছে ফতুল্লাবাসী।

সর্বশেষ সংবাদ



» নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনীতির মাঠে আলো ছড়াচ্ছেন সাদরিল

» আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

» ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার হন সাংবাদিক রাতুল

» ফতুল্লায় মাদকের চুনোপুঁটি নিয়ে টানাটানি রাঘব বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে

» ফতুল্লার ধর্মগঞ্জে চাদাঁ না দেওয়ায় প্রাননাশের হুমকী!

» বকশীগঞ্জে  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

» সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

» সোনারগাঁয়ে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন,পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

» জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

» আমতলীতে নূরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় তিন চেয়ারম্যান পাশে তবুও ভোটার পানিতে ভাসে!

শেয়ার করুন...

বর্ষা মৌসুম ছাড়াই ফতুল্লায় সারাবছর দেখা যায় জলাবদ্ধতা। তার মধ্যে বর্তমান বর্ষা মৌসুম ছাড়া চরম ভোগান্তির শিকার হচ্ছে ফতুল্লার লালপুর ও পৌষারপুকুরপাড়া এলাকার মানুষরা। নেই কোন জনপ্রতিনিধিদের সহযোগিতা কোন লেশ চিহ্ন। বেশ কিছুদিন যাবৎ লালপুর ও পৌষারপুকুরপাড়া এলাকাবাসী কোথাও হাটু,কোথাও কোমর পানিতে করছে বসবাস। চলাচলে ব্যবহার করছে একমাত্র সম্বল নৌকা বা ভ্যানগাড়ি।অনেকে তাদের দূর্ভোগ দেখলেও দিচ্ছে না কোন স্থায়ী সমাধান বা কোন সহযোগিতা।

 

সোমবার(২১জুন)বিকেলে লালপুর,পৌষারপুকুরপাড়া ও ফতুল্লা সরজমিনে দেখা যায় এ চিত্র।

 

এদিকে সড়ক পথে হাঁটার দিন শেষ হয়েছে লালপুর ও পৌষার পুকুর পাড় এলাকাবাসীর। পুরো বর্ষা মৌসুম জুড়ে স্থানীয়দের চলাফেরায় এখন যুক্ত হয়েছে নৌকা। জনপ্রতি ১০ থেকে ২০ টাকায় পাড়াপাড় করে দেয়া হচ্ছে বাসিন্দাদের। পানির পরিমান হাঁটু পেরিয়ে কোমর পর্যন্ত ঠেকেছে কোথাও কোথাও। রিকশা চালকদের তিনগুন ভাড়ার প্রলোভন দেখিয়েও আনা যাচ্ছেনা লালপুরের রাস্তায়। এমন পরিস্থিতিতে নৌকাই একমাত্র ভরসা বাসিন্দাদের। ভ্যান গাড়ি থাকলেও গুনতে হচ্ছে প্রতি মাথা পিছু ৩০ টাকা ভাড়া। আর তা না হলে কোমর পানি দিয়েই চলতে হচ্ছে। রাতে ভারী বৃষ্টি না হলেও আগের দিনের বৃষ্টি, দৈনন্দিন ব্যবহৃত পানি ও ডাইংয়ের পানি মিলিয়ে পানি বৃদ্ধি পায়। ব্যাটারি এবং মটরে পানি প্রবেশ করে রিকশা বিকল হবার শঙ্কা। সব মিলিয়ে আটকে যাওয়া বাসিন্দাদের উদ্ধারে ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন নৌকা চালকরা। প্রতি বছরেই বৃষ্টির পানিতে খালে পরিণত হওয়া লালপুরের সড়কে নৌকা চালিয়ে বাড়তি আয় এবং সাধারণ মানুষকে পানিতে ভেজা থেকে নিস্তার দেন চালকরা। জলাবদ্ধতার কারনে অধিকাংশ দোকানপাটও করে দিয়েছে বন্ধ মুদি দোকানীরা।এতে আরো দূর্ভোগে এলাকাবাসী।

 

নৌকার যাত্রী ইউসুফ মিয়া জানায়,রাস্তায় ও বাসা বাড়িতে পানি আসাটা অনেক বছরের সমস্যা আমাদের। আগে তো রাস্তায় অল্প পরিমান পানি থাকতো কিন্তু এই বার প্রথম এত পরিমান পানি এখানে জমেছে। বন্যা মৌসুমেও এত পানি রাস্তায় দেখি নাই আমরা।এই জলাবদ্ধতা থেকে নিস্তার চাই আমরা।

 

ভ্যানে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ তুলে আবুল মিয়া জানায়,লালপুর থেকে ফতুল্লা রোডে নিতে ভ্যান গাড়ী প্রতি মানুষ প্রতি নিচ্ছে ৩০-৪০ টাকা ভাড়া।আমাদের ফতুল্লা এলাকায় অধিকাংশ মানুষ নিন্ম শ্রেনীর এবং দিনমজুর। তাদের পক্ষে প্রতিদিন আসা যাওয়ার জন্য ৩০-৪০ টাকা ভাড়া দিয়ে যাওয়া খুবই কঠিন পড়েছে। বাধ্য হয়েও যেতে হচ্ছে। কারন এই ময়লা ও কেমিকেল এর পানি পাড়ালে দুই দিনেই পায়ে ঘা হয়ে যায়। আমাদের এমপি সাবের এলাকা এটা। তার কাছে অনুরোধ আমাদের ফতুল্লা ও লালপুরবাসীদের আমাদের এই জলাবদ্ধতা থেকে উদ্বার করেন।

 

গৃহিণী জমেলা খাতুন বলেন,কালকাও কয়জন আইলো।আইয়া আমগো ভিডিও ছবি তুইলা লইয়া গেলো। আমরা কই কি আমগো ভিডিও না কইরা আপনেরা আমগো প্রধানমন্ত্রীকে কন আমাদের এই মহাবিপদ থেকে উদ্বার করতে। আপনেরা খালি আয়েন আমগো ভিডিও করতে। দেখেন খাটের সমান পানি হইয়া গেছে। তার উপর ইট আর কাট বিছাইয়া থাকতে হয়।কত কষ্ট কইরা আমরা থাকি।কেউ আমাদের সাহায্য তো দূরের কথা এক কেজি চাউল পর্যন্ত দিয়া সাহায্য করতে আসে নাই। আমরা সাহায্যও চাই আমাগোরে এই পানি থেকে বাঁচান।

 

অন্যদিকে ফতুল্লায় ৩ চেয়ারম্যানের বাসার সামনে সৃষ্টি জলাবদ্ধতা।ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,সাবেক চেয়ারম্যান দেলোয়ার ও বক্তাবলি ইউনিয়ন চেয়ারম্যান এম শওকত আলীর বাসা একি সড়কে ফতুল্লা দুরত্ব প্রতি চেয়ারম্যান এর বাসা ১০০ মিটার তবুও জলাবদ্ধতায় ভোগতে হচ্ছে এলাকাবাসীদের।এলাকাবাসী এটাকে মনে করচ্ছে লজ্জাজনক একটা বিষয় চেয়ারম্যানের এলাকায় থেকে জলাবদ্ধতায় ভোগতে হচ্ছে।

 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমানের একটাই কথা রেলওয়ে কাজ চলছে তাই ড্রেনের পানি চলাচলে বাঁধা সৃষ্টি হয়েছে।ডিএনডি প্রকল্প ধীরগতি হওয়ায় আরো সমস্যায় পড়তে হচ্ছে ফতুল্লাবাসীদের অভিযোগ তার।

 

কিন্তু গত মাসে ঘনঘটা করে ২৩ মে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছিলো ফতুল্লার(৪ আসনের) ড্রেনেজ ও রাস্তার সংস্কার কাজের জন্য ১৭৬ কোটি টাকা বাজেট পেয়েছে। চলতি মাসে কাজ শুরু করার কথা থাকলে নেই কোন কাজের খবর। ফতুল্লাবাসী চায় এই জলাবদ্ধতা থেকে নিস্তার। কবে শুরু হবে পানি নিষ্কাশনের কাজ সেই আশায় আছে ফতুল্লাবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD