নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগরের মামলাবাজ হাজ্বী সলিমুল্লাহ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
সলিম বাহিনীর সদস্যদের অপকর্মের প্রতিবাদ করলেই টাকার প্রভাবে নিরীহ এলাকাবাসীর নামে দেয়া হচ্ছে একের পর এক মামলা। ঘর ছাড়া করছে নিরীহ গ্রামবাসীকে। শুধু তাই নয় কেরানীগঞ্জ হতে সন্ত্রাসী ভাড়া করে এনে কয়েক দফা প্রতাপনগর,আকবরনগর গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে সলিম বাহিনী।এলাকাবাসী সলিম হাজ্বী সহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কয়েকদফা মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন এলাকাবাসী।
অপর দিকে মাত্র ২০/২৫ বছরের মধ্যে শতশত কোটি টাকার মালিক বনে যাওয়ায় দূর্নীতি দমন কমিশন কে সলিম হাজ্বীর সম্পদের তদন্ত করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, হাজ্বী সলিমের পরিবারের এক সময় নুন আনতে পান্তা ফুরাতো।তার বাবা মৃত হাজ্বী খালেক বেপারী ব্রীক ফিল্ডে দিনমজুরীর কাজ করতো।তারপুত্র হাজ্বী সলিমুলাহ একটি বিশাল সন্ত্রাসী বাহিনী গঠন করে নানান অপকর্ম করে বেড়াচ্ছে। তার বাহিনীর সদস্যরা হলো দেলু,শরীফ,অলিদ,ইমরান,জাহাঙ্গীর। এরা এলাকায় চুরি,ছিনতাই, মাদক ব্যবসা করে আসছে।এদের মাধ্যমে সলিমুল্লাহ নিরীহ লোকদের নামে মিথ্যা মামলা সহ নানান ভাবে হয়রানি করে আসছে।
এক সময়ের দিনমজুর হাজ্বী সলিম সরকারী খালের মাটি কেটে নিয়ে নিজের ইটভাটায় নেয়া, সমিতির ৬০ লাখ টাকা আতœসাত করে, পোড়া কয়লার ৪০ লাখ টাকা মেরে খেয়ে কোটিপতি বনে গেছে। বর্তমানে সলিম হাজ্বীর বক্তাবলীতে ৭/৮ টি ইটভাটা, সিলেটে ৩ টি ইটভাটা, ৩ টি গার্মেন্টস, সহ নামে বেনামে বিভিন্ন এলাকায় ২৫/৩০ টি বাড়ি রয়েছে। সলিম এত সম্পদের মালিক বনে গেছে যে ২০১২ সাল থেকে তার নামে কোন সম্পদ কিনা সরকারী ভাবে নিষেধ রয়েছে।তাও সত্বেও স্ত্রী সন্তানের নামে প্রচুর সম্পত্তি ক্রয় করছেন।
সলিম বাহিনী কর্তৃক মামলা প্রত্যাহারের পাশাপাশি দূনীতি দমন কমিশন কর্তৃক সলিমের অবৈধ ভাবে আয়ের শতশত কোটি টাকার তদন্ত করার জোর দাবী জানান এলাকাবাসী।