কুতুবপুরে শিয়াচর-তক্কারমাঠ খাল উচ্ছেদ অভিযানে স্থানীয় ইউপি সদস্য রঞ্জু মেম্বারের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছে।
রাতের আধারে অবৈধ দখলদারদের নিকট থেকে নগদ অর্থ গ্রহন করে তাদের কে উচ্ছেদ না করে বহাল তবিয়তে থাকার সুযোগ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তবে রঞ্জু মেম্বার এ সকল অভিযোগ অস্বীকার করে তিনি বলেন,অবৈধ দখলদারেরা প্রভাবশালী। তাছাড়া সেনাবাহিনী ডিমারগেশন করে যায়নি। ডিমার গেশন করে গেলে তখন অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।তবে ডিমারগেশন ছাড়াই কেনো দুটি ভবনের আংশিক ভেঙ্গে ফেলা হয়েছে এমন প্রশ্নের কোন সুদত্তর না দিয়েই তিনি লাইন কেটে দেন। তবে দুপুর বারোটার দিকে কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের জানান, সার্ভেয়ার এসে খালের জায়গা মেপে নির্ধারন করবে।এতে যদি কারো অবৈধ স্থাপনা থাকে সে যতোই প্রভাবশালী হউক না কেনো তা ভেঙ্গে ফেলা হবে।
স্থানীয়রা জানায়,শনিবার সকালে শিয়াচর-তক্কার মাঠ খাল পরিস্কার ও উচ্ছেদ অভিযানে হাজীমোড় থেকে শুরু হয়।স্থানীয় ইউপি সদস্য রঞ্জু মেম্বারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে একাধিক হাজী বাড়ীর মোড়ের বেশ কিছু প্রভাবশালীদের অবৈধ স্থাপনা রেখে পার্শ্ববর্তী দুটি স্থাপনা ভাঙ্গেন তিনি।
এ বিষয়ে স্থানীয় একটি বাড়ীর মালিক বাবুল জানায়,তিনি বিল্ডিং করার সময় খালের জায়গা ছেড়ে তিনি বাড়ী করেছেন।কোন প্রকার নোটিশ ছাড়াই তার সামনের অংশ সহ দোকান ঘর-ভাংচুর করা হয়েছে অথচ তার বাড়ীর পাশের আর কারো বিল্ডিং ভাঙ্গা হয়নি। আলী আকবর নামক অপর এক ব্যক্তি জানায়,মেম্বার বলেছে তার বাড়ীর সামনের অংশ খালের জায়গায় পরেছে। তাই নিজেরাই সামনের অংশটুকু ভেঙ্গে ফেলেছে।কিন্তু খালের জায়গা তার চাইতে ও যারা বেশী দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়নি।
সরজমিনে গিয়ে দেখা যায়,বাবুলের বিল্ডিংয়ের সীমানা বরাবর কেউ বা আবার দু-তিন ফুট বাড়িয়ে খালের জায়গা দখলে নিয়ে বিল্ডিং নির্মান করেছে।সেগুলো না ভেঙ্গে বাবুলের বিল্ডিং সহ অপর একটি স্থাপনা ভাঙ্গায় রঞ্জু মেম্বারের ভুমীকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী।স্থানীয়বাসীর অভিমত প্রভাবশালী হাজী তৈয়ব,গফুর,তাসলিমা মেডাম,মুসাদের নিকট থেকে অর্থ নিয়েছে মেম্বার। শিয়াচর- তক্কারমাঠ খালটি উদ্ধার অভিযানে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়বাসী।