মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরিশাল থেকে আমতলীতে আসার পথে অজ্ঞাত পার্টির সদস্যরা এক যাত্রীকে নেশাজাতীয় কিছু খাইয়ে অথবা স্প্রে করে অজ্ঞান করে তার সর্বোচ্চ লুটে নিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে বরিশাল থেকে আমতলীগামী যাত্রীবাহি বাস আল্লাহর রহমত নামের গাড়ীতে। বর্তমানে ওই যাত্রী আমতলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো তার নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। পুলিশ ও যাত্রীবাহী বাস স্টাফ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল হইতে আমতলীর উদ্দেশ্যে ৪০/৪৫ জন যাত্রী নিযে আল্লাহর রহমত নামের একটি যাত্রীবাহি বাস (বরিশাল ব- ১১-০০৯৩) গাড়াটি আমতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে। অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি পথিমধ্যে বাসের কন্ট্রাক্টরকে আমতলী আসার জন্য ১৪০ টাকা ভাড়া প্রদান করেন।
পরবর্তীতে উক্ত যাত্রীবাহি বাসটি বিকাল সাড়ে ৩টার দিকে আমতলীতে পৌছাইলে সকল যাত্রী ছিট থেকে নেমে গেলেও অজ্ঞাত ওই যাত্রীটি তার সিট হইতে না নামায় গাড়ির স্টাফরা তার কাছে গিয়ে দেখতে পায় তিনি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে গাড়ীর স্টাফরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশকে জানায়। পুলিশ হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোজ-খরব নিচ্ছেন। আর তার পরিচয় জানার চেষ্টা করছেন। ধারনা করা হচ্ছে অজ্ঞাত ওই যাত্রীর সাথে থাকা টাকা পয়সা ও মূল্যবান জিনিষপত্র নিতে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অথবা স্প্রে করে তাকে অজ্ঞান করে তার সর্বোচ্চ লুটে নিয়ে গেছে। আল্লাহর রহমত যাত্রীবাহি বাসের কন্টাক্টর লিটন বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি পথিমধ্যে আমাকে আমতলী আসার জন্য ভাড়া প্রদান করেন। বাসটি আমতলীতে পৌছাইলে সকল যাত্রী ছিট থেকে নেমে গেলেও অজ্ঞাত ওই যাত্রীটি তার সিট হইতে না নামায় গাড়ির আমরা তার কাছে গিয়ে দেখতে পায় তিনি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে আমরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশকে খবর দেই। এই নিউজ লেখা পর্যন্ত অজ্ঞান হওয়া ওই ব্যক্তির জ্ঞান ফিরেনি। তার নাম ঠিকানা এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে কেহ অজ্ঞাত ওই ব্যক্তিকে চিনে থাকলে তাহলে আমতলী থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, অজ্ঞান হওয়া ওই ব্যক্তি আমতলী হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। যদি কোন সহৃদয় ব্যক্তি তার নাম ঠিকানা জানেন তাহলে আমতলী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল নং ০১৩২০১৫৬১৯২