এনায়েতনগর ইউপির ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ঝুট সন্ত্রাসী গোলাম সারোয়ারকে গণপিটুনী দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে ইসদাইর গাবতলী লিংক রোডের গ্লোরী ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ গনপিটুনীর ঘটনা ঘটে। সে এবার আপেল প্রতীকে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এলাকাবাসীরা জানিয়েছেন, হতদরিদ্র কলা বিক্রেতা ইয়াছিনকে তার দোকান দখল করে নেয় সারোয়ার। সেখানে তার ক্যাম্প স্থাপন করে। কলা বিক্রেতা ইয়াছিনকে নির্বাচনের পর তার দোকান ফিরিয়ে দেয়ার কথা বলে সারোয়ার। বর্তমানে ইয়াছিন ভ্যানে ফেরি করে কলা বিক্রয় করছে। দোকানের মালিক জনৈক মিজানুর রহমান। প্রথমে তিনিও বিষয়টি জানতে না।
পরে জানতে পারেন সারোয়ার জোর করে তাকে দোকান থেকে উচ্ছেদ করে নির্বাচনী ক্যাম্প তৈরী করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ। শনিবার রাতে দখলে নেয়া দোকানের অল্পদুরেই এলাকাবাসীর রোষানলে পড়ে সারোয়ার। প্রথমে বাকবিতন্ডা ও এক পর্যায়ে এলাকার আরও লোকজন জড়ো হয়ে সারোয়ারকে গণপিটুনি দেয়।
এলাকাবাসীর অভিযোগ, সারোয়ার একজন ঝুট সন্ত্রাসী। সে আমেনা গার্মেন্ট থেকে নিয়মিত ঝুট নামায়। এনিয়েও এলাকার যুবকদের সঙ্গে রয়েছে মতবিরোধ। এসপি হারুনের সময়ে সে মেলা থেকে চাঁদাবাজি শুরু করে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সেসময়ে এসপি হারুনের হস্তক্ষেপে মেলা বন্ধ করে দেয়া হয়।
এদিকে গণপিটুনীর বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় সারোয়ার ও তার লোকজন এটি নির্বাচনী সহিংসতার শিকার বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছে। গোলাম সারোয়ার গবতলী ও আশপাশ এলাকার একজন চিহিৃত ঝুট সন্ত্রাসী। অভিযোগ রয়েছে তার একটি ছিনতাইকারী গ্রুপও রয়েছে। যাদের দিয়ে বিভিন্ন সময় অটোরিক্সা ছিনতাই করে তা জেলার বাইরে বিক্রি করে দেয়