প্রতারণা করে অর্থ আত্মসাৎ মামলায় (ফেনী সদর সিআর মামলা নং-২০৩/২০২০) নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের কাজী ক্যাবল নেটওয়ার্কস এর মালিক এমরান হোসেন (৫২) নামে একজন ফেনীতে গ্রেফতার।
ধৃত এমরান হোসেন সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েতনগর গ্রামের মোঃ আজিজ উল্যাহর ছেলে। তার বিরুদ্ধে কেবল ব্যবসার যৌথ অংশিধারী চুক্তি করে নানা জনের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার নারায়ণগঞ্জ ও ফেনীতে ৮/১০টা অভিযোগ রয়েছে বলে জানা যায়।
ফেনী জেলার সোনাগাজীর সেনেরখিল গ্রামের আবু নাছের বাবু (২৮) বাদী হয়ে ধৃত এমরানের বিরুদ্ধে পেনালকোড ৪০৬/৪২০ ধারায় সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত সোনাগাজী, ফেনীতে অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ শহর এলাকা থেকে আসামী এমরান হোসেনকে আটক করে।
আটককৃত এমরানকে ৩১শে অক্টোবর বিকেলে ফেনীর আদালতে সোপর্দ করে পুলিশ। বিজ্ঞ আদালত ধৃত আসামী এমরান হোসেন’র জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এদিকে ইমরান ফেনীতে পুলিশের হাতে আটক হলেও বহাল তবিয়তে রয়েছে একই এলাকার অপরাধ জগতের আরেক নক্ষত্র মৃত.আলকাস ভুইয়ার ছেলে আবুল কালাম ভুইয়া ছক্কু। যার বিরুদ্ধে মাদক বিক্রির শেল্টারসহ বিভিন্ন অভিযোগ। গত ৩রা আগষ্ট এমরানের অন্যতম সহযোগি ছক্কুসহ সঙ্গীয়দের বিরুদ্ধে টর্চারসেলে আটক রেখে মিলন নামে এক যুবককে আটক রেখে নির্যাতনের দায়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিলো।
ফতুল্লার কুতুবপুর লাখি বাজার এলাকার মোঃ আনোয়ার হোসেন কাদের হাওলাদারের ছেলে মো.মিলন বাদী হয়ে মোঃ এমরান হোসেন, পিতা – আজিজুল্লাহ কাজী,এনায়েতনগর, (২) আবুল কালাম ভুইঁয়া (ছক্কু), পিতা -মৃত আলকাছ ভুইঁয়া, সাং ভুইয়াপাড়া, (৩) সুমন,পিতা-নুর ইসলাম সাং- এনায়েতনগর, (৪) হাবিব মোল্লা, পিতা -মৃত সৈয়দ আলী মোল্লা সাং- এনায়েতনগর সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ কে দোষী করে একটি অভিযোগ করেন অভিযোগের নাম্বার- ৯২০১।
(৩ আগস্ট ) গত রাতে আনুমানিক ৯ঃ ৩০ মিনিট সময় এমরান মিলনকে মোবাইলে কল দিয়ে এমরানের ডিসের অফিসে আসতে বলেন পরে কল পেয়ে মিলন এমরানের অফিসে আসলে এমরান মিলনকে প্রশ্ন করে কেন অফিসে আসনাই, মিলন উত্তরে বলেন গত দুই মাসের বেতন পাইনি তাই আসিনি, এই কথা শুনতেই এমরান ও তার সহযোগী গন মিলন কে মারধর শুরু করেন এতে করে মিলন গুরুতর আহত হয়ে পরে।
এতে করে মিলন রাতে আর বাড়িতে ফিরে যায়নি অনেক খোজাখুজি করে মিলন কে আহত অবস্থায় সকাল ৮ টায় এমরানের ডিস অফিস থেকে এমরানের হাতে পায়ে ধরে মিলন কে ছাড়িয়ে নেয় বলে জানিয়েছেন মিলনের স্ত্রী।
পরে মিলন কে নিয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা করে বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় ৪ জনকে দোষী করে একটি অভিযোগ করেন মিলন। এদিকে মিলনের সঙ্গে কথা বল্লে মিলন বলেন গত রাতে আমাকে মোবাইলে কল করে নিয়ে গেলে তার অফিসে গিয়ে দেখি এমরান সহ বাকি ৩ জন উপস্থিত ছিলেন, পরে আমার দুই মাসের বেতন নিয়ে কথা বলতেই সবাই মিলে আমাকে মারধর করে। এই সময় আমার কাছে বিশ হাজার টাকার অধিক পরিমাণের টাকা গুলো ছিনিয়ে নেয় তারা, এমরানসহ ছক্কু বাহিনী আমাকে মেড়ে ফেলা’র হুমকি দেয়।